শনিবার ছিল টলি পাড়ার বড় পর্দার জনপ্রিয় অভিনেতা বনি সেনগুপ্তের জন্মদিন। এদিন তিনি হইহই করে জন্মদিন কাটালেন। তবে প্রেমিকের জন্মদিনে প্রেমিকা হিসেবে কৌশানী মুখার্জি কী আয়োজন করলেন? জানা যাচ্ছে, ঘড়ির কাটা রাত ১২টা পেরোতেই উদযাপন শুরু হয়ে গিয়েছে এবারের জন্মদিনে। বনিকে দেখা গিয়েছে কালো মোটা ফ্রেমের চশমায় ও পরনে ছিল সাদা টিশার্ট যাতে মোটফ আঁকা রয়েছে।
এর পাশাপাশি তার সামনে সাজানো রয়েছে ৪ রকমের কেক। চলল গোটা রাত জুড়ে পার্টি। এদিকে বনির বাবা ও মা অনুপ ও পিয়া সেনগুপ্ত বাঙালিয়ানায় বিশ্বাসী। আর তাই বনির বাড়ির রান্নাঘরে রান্না হল কড়াইশুঁটি দেওয়া ডাল, পাঁচ রকম ভাজা, ফিশফ্রাই, চিংড়ির মালাইকারি, ভেটকির পাতুরি, পায়েস। নিজের হাতে রান্না করলেন বনির মা। এর পাশাপাশি ছেলেকে ধান ও দুব্বা দিয়ে আশীর্বাদ করতে দেখা গিয়েছে।
এদিকে প্রেমিকের জন্মদিনে প্রেমিকা কৌশানী মুখার্জি বনির নাইটক্লাবে গেম পার্টির আয়োজন করেন। এদিকে এক সংবাদমাধ্যমের তরফে সাক্ষাৎকারে বনিকে তার বিয়ের বিষয়ে জিগ্যেস করা হলে তিনি জানান, “বলেছিলাম ২০২৫-এ ছাদনাতলায় যেতে পারি। এখনও সে রকমই ইচ্ছে। সব ঠিক থাকলে আগামী বছর আমাদের চার হাত এক হতে পারে।”
এদিকে বনির মা পিয়া সেনগুপ্তের কথায়, “সংযোগ না ঘটলে তো কিছুই হয় না। তবে এ বারই ছেলের বিয়ে দেব।” এর পাশাপাশি তিনি জানান, তাদের হবু বৌমা পাশ্চাত্যের আবেশে তাদের ছেলের জন্মদিন পালন করেছে। তবে তারা বাঙালিয়ানার ভক্ত। তাই বাড়িতে বাঙালি রান্না দিয়েই ছেলেকে জন্মদিনে খাওয়ালেন মা পিয়া সেনগুপ্ত।
এদিকে জন্মদিনের উপহার হিসেবে বনি নিজেকে উপহার দিয়েছেন। নিজেই নিজেকে একটি দামি মোবাইল উপহার দিয়েছেন। তার কথায়, “জন্মদিন উপলক্ষে একটি ভালো মোবাইল কিনলাম। অনেকদিন ধরেই কিনবো ভাবছিলাম।” এদিকে তার জন্মদিনে তার প্রেমিকা দিলেন, নামী কোম্পানির বেল্ট, মানিব্যাগ ও টুপি। সবমিলিয়ে দারুণ কেটেছে অভিনেতার জন্মদিন।
আরও পড়ুন,
*‘৩ বছর পর যমজ সন্তান জন্ম দিয়েছি’, যে কারনে ইয়ালিনির মুখ দেখাচ্ছেন না রাজ-ঘরণী শুভশ্রী