টলি পাড়ার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এখন বেশ ব্যস্ত। কারণ কেরিয়ার এখন উর্ধ্বমুখী। একের পর এক ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেে নজর কাড়ছেন তিনি। রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহিত জীবনের অনেকগুলি বছর কাটিয়ে ফেলেছেন তিনি। দেখতে দেখতে রাজ ও শুভশ্রী দুই সন্তান এক ছেলে যুভান ও ও আরেক মেয়ে ইয়ালিনির বাবা ও মা। ছেলেমেয়ে নিয়ে সুখের সংসার তাদের।
যুভান স্টার কিড তা সকলেই জানেন। ছোটোবেলা থেকেই সে মুক্ত পরিবেশে বড় হয়েছে। তার নানান মূহুর্তের ছবি ও ভিডিও রাজ ও শুভশ্রীকে সোশ্যাল মিডিয়ায় রাজ ও শুভশ্রীকে পোস্ট করতে দেখা গিয়েছে। তাই যুভানের জন্য দর্শকদের মনে যে আলাদা জায়গা তৈরি হয়েছে তা বলাই বাহুল্য। দেখতে দেখতে চার বছর বয়স হয়ে গিয়েছে তার। এখন সে স্কুলে যায় ও পড়াশোনা করে। আর সেই মূহুর্তগুলি রাজ ও শুভশ্রীর সোশ্যাল হ্যান্ডেলে চোখ রাখলেই দেখতে পাওয়া যায়।
এহেন যুভান এবার একজনকে হুমকি দিলো? এমনটাই জানালেন পর্দার বাবলি ওরফে শুভশ্রী গাঙ্গুলি। বুদ্ধদেব গুহর জনপ্রিয় উপন্যাস ‘বাবলি’ ছবিটি বড় পর্দায় ফুটিয়ে তুলেছেন রাজ চক্রবর্তী। এই ছবিতে ‘বাবলি’-র চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। ছবিটি সম্প্রতি মুক্তি পেতে চলেছে। তাই আগামী ছবির প্রমোশনের জন্য এবার বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে শুভশ্রীকে।
এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দেওয়ার সময় ছেলে যুভানের একটি কান্ড তুলে ধরলেন শুভশ্রী। শুভশ্রী জানান, একজন লিফটে উঠছেন, তিনি যুভানকে চেনেন। যুভানকে তিনি বলেন, “চলো যুভান আমার বাড়ি চলো।” এরপর যুভান বলে, “তুমি আমায় নিয়ে চলে যাচ্ছো। আমি তোমায় মারবো।” শুভশ্রী যুভানকে গল্প শুনিয়েছেন অচেনাদের সঙ্গে যেতে নেই। তাই যুভান ওই ব্যক্তিকে এমনটা বলে।
এরপর ওই ব্যক্তি বলেন, “তুমি আমায় মারতে পারবে? তুমি তো ছোট্ট বেবি।” তারপর যুভান বলে, “জানো আমার মা কে? আমার মা, মা দূর্গা”। কারণ সে পর্দায় মা দূর্গা রূপে শুভশ্রীকে দেখেছে। তাই সে মনে করে তার মা, মা দূর্গা। মাকে কখনও পর্দায় দুঃখের দৃশ্যে অভিনয় করতে দেখলে সে মা’কে বলে, ” তুমি মনমরা কেনো?”
আরও পড়ুন,
*আরজি কর কাণ্ডের পরই পুরুষ চরিত্র নিয়ে বিতর্কিত মন্তব্য গুলশনারা, ‘আনফ্রেন্ড’ করার হিড়িক টলিপাড়ায়