রাহুল প্রীতি জুটির সম্পর্কে জানেন না এমন লোক প্রায় নেই বললেই চলে। ইনস্টাগ্রামে ও ফেসবুকে তাদের ছবি কয়েক দিন বাদে বাদেই ভাইরাল হয়। অভিনেতা রাহুল মজুমদার একের পর এক ধারাবাহিকে পরপর কাজ করে গেছেন, তার অভিনয় করা ধারাবাহিক গুলি হল হরগৌরী পাইস হোটেল, খুকুমণির হোম ডেলিভারি, দেবী চৌধুরানী ও ভাগ্য লক্ষ্মী। অন্যদিকে প্রীতি বিশ্বাস নানান সিরিয়ালে ও সিনেমায় অভিনয় করে মন জয় করেছেন দর্শকের, তার করা কয়েকটি ধারাবাহিক হলো সৌদামিনীর সংসার, আন্নাকালী, শ্রীময়ী।
অভিনেতা রাহুল মজুমদার ও অভিনেত্রী প্রীতি বিশ্বাস ২০২০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দেখতে দেখতে তাদের বিবাহের চারটি বছর কেটে গেল। গত বছর সন্তানসম্ভবা হয় প্রীতি। গতকাল ১৪ আগস্ট রাত দখলের দিন প্রীতি জন্ম দেয় একটি ফুটফুটে কন্যা সন্তানের, প্রথমবার বাবা মা হন রাহুল প্রীতি।
প্রীতি যখন অন্তঃসত্ত্বা হন তখন তিনি তার কর্ম জগত থেকে বিরতি নেন, তিনি জানান বাড়ির বড়দের পরামর্শ অনুযায়ী তিনি কাজ থেকে বিরতি নেন। প্রীতি বলেন তার মা হওয়ার আনন্দের কাছে কাজের কিছুদিন বিরতি নেওয়া কোন দুঃখের কিছুই নয়। প্রীতি অন্তঃসত্ত্বা থাকাকালীন শারীরিক অসুস্থতা ভোগ করেছেন তবুও তার কাছে মা হওয়াটা বেশি আনন্দের।
রাহুল প্রীতির মেয়ে হওয়ার খুশির খবরটি রাহুল মজুমদার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, তিনি লেখেন, “আমরা আনন্দের সঙ্গে আমাদের কন্যা সন্তানের আগমনের কথা জানাচ্ছি”। প্রথমবার বাবা মা হতে পেরে আমরা খুবই খুশি। সংবাদ মাধ্যমে রাহুল জানান তাদের মেয়ে গতকাল দুপুর তিনটের সময় পৃথিবীর আলো দেখেছে,প্রীতি এবং তার সন্তান দুজনেই সুস্থ আছেন ভালো আছেন। তারা সাউথ কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি রয়েছেন তবে কবে তাদের ছুটি দেবে সেটা তিনি এখনো জানেন না।