জীবনের নতুন ইনিংস শুরু করলে প্রিয়াঙ্কা চোপড়ার ভাই তথা প্রযোজক সিদ্ধার্থ, শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন ভক্তরা

আইনি বিয়ে সারলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ভাই তথা প্রযোজক সিদ্ধার্থ চোপড়া। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেইসব মুহূর্তের ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী। যেখানে জানালেন তার বাবার জন্মদিনেই এই শুভ কাজ সম্পন্ন হয়েছে তাদের বাড়িতে। যা দেখার পর তাদের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন ভক্তরা।

দক্ষিণের অভিনেত্রী নীলম উপাধ্যায়ের সাথে গাঁটছড়া বাঁধতে চলেছেন সিদ্ধার্থ। এদিন তাদের আংটিবদল এবং আইনি বিয়ে সম্পন্ন হয়েছে। যার একটি ভিডিও পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। আর ক্যাপশনে লিখেছেন, ‘অবশেষে তারা তাদের পরিবার, বন্ধু এবং বাবা-মায়ের আশীর্বাদ নিয়ে কাজটি সম্পন্ন করলো।’

সাথে এও জানাতে ভোলেননি তার বাবার জন্মদিনেই শুভ কাজটি সম্পন্ন করেছেন তারা। দীর্ঘদিন ধরে সম্পর্কে আবদ্ধ ছিলেন সিদ্ধার্থ এবং নীলম। অপেক্ষা করছিলেন তাদের সম্পর্ককে পরিণতি দেওয়ার। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আইনিভাবে একে অপরের হয়ে গেলেন তারা।

উল্লেখযোগ্য, প্রিয়াঙ্কা দীর্ঘদিন বলিউডে কাজ করার পর হলিউডে নিজের পরিচিতি তৈরি করেছেন। বিয়ে করেছেন পপ তারকা নিক জোনাসকে। যিনি তার থেকে বেশ কয়েক বছরের ছোট। যদিও এই নিয়ে একাধিক কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে তবে সর্বদাই আত্মবিশ্বাসের সাথে সেগুলি তোয়াক্কা করেননি অভিনেত্রী।

কয়েক বছর আগে সারোগেসির মাধ্যমে জন্ম দিয়েছেন একমাত্র কন্যা সন্তানের। যার নাম রেখেছেন তার মা এবং শাশুড়ির নামে। এই নিয়েও কম সমালোচনা হয়নি। তবে আমরা সকলেই জানি অভিনেত্রী কোনো কিছুর প্রভাব নিজের ব্যক্তিগত জীবনে পড়তে দেন না। আত্মবিশ্বাসের সাথে নিজের জীবনযাপন করতে পছন্দ করেন তিনি।

আরও পড়ুন,
*সন্দীপ্তা সেনের জন্মদিন, শুভেচ্ছায় ভরিয়ে দিলেন পরিচালক অদিতি রায়