Aparajita Adhya: হাজার ব্যস্ততার মধ্যেও মায়ের স্বপ্ন পূরণ করেছেন তিনি। অভিনয়ের কাজে ব্যস্ত থাকলেও পরিবারকে তিনি সবকিছুর উপরে রেখেছেন তা তিনি বারংবার প্রমাণ করেছেন। তিনি হলেন অপরাজিতা আঢ্য৷ মায়ের পছন্দ করে রাখা পাত্রীর সঙ্গে দিয়েছেন দাদার বিয়ে। তার দাদা আর পাঁচজন মানুষের মতন স্বাভাবিক নয়। তাই তার দাদার বিয়ে তার মায়ের ছিল অনেক স্বপ্ন।
তাই মায়ের পছন্দ করে যাওয়া রানী দিদির সঙ্গে অপরাজিতা দিলেন দাদার বিয়ে। রানী দিদি তার মা’কে শেষ পর্যন্ত আগলে রেখেছেন। করেছেন তার দাদার দেখভাল। সেই রানী দিদিকেই পুত্রবধূ হিসেবে পছন্দ করেছিলেন অপরাজিতার মা। তিনি আর এই পৃথিবীতে না থাকলেও তার স্বপ্ন পূরণ করেছেন তার মেয়ে। সমাজ মাধ্যমে বিয়ের একাধিক মূহুর্ত ভাগ করে নিতে দেখা গিয়েছে অপরাজিতাকে।
২৬শে আগস্ট ছিল জন্মাষ্টমী। আর এইদিন অভিনেত্রীর দাদার স্ত্রী-এর ছিল জন্মদিন। বিয়ের পর প্রথম জন্মদিন। আর তাই এই দিনে সেখানে হাজির হলেন অপরাজিতা। কেক নিয়ে দাদার বাড়িতে হাজির হলেন তিনি। পরিবারের সকলকে নিয়ে বৌদির জন্মদিন পালন করলেন। এর এদিন নিজের হাতে তিনি রাধাকৃষ্ণকে সাজিয়ে দেন। রং দিয়ে আলপনা আঁকেন। সেই মূহুর্তগুলি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করতেও দেখা যায় অপরাজিতাকে।।
এর পাশাপাশি নিজের বাড়ির লক্ষ্মী ঠাকুরের ছবিও তাকে শেয়ার করতে দেখা যায়। অপরাজিতা জানিয়েছেন তিনি জন্মাষ্টমী পুজো করেন না। কারণ তিনি শাক্ত৷ শুধুমাত্র শিবের পুজো করেন তিনি। গুরুদেবের থেকে শিবের দীক্ষা নিয়েছেন তিনি। তবে মায়ের বাড়িতে জন্মাষ্টমীতে কোনো বাধা নেই। তাই মায়ের বাড়িতেই সারলেন সেই পুজো।
তাই হাওড়ার বাড়িতে রাধাকৃষ্ণের পুজোর পাশাপাশি নতুন বৌদির জন্মদিন পালন করলেন তিনি। আর সেই মূহুর্তগুলি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করতেও ভুললেন। আর তা নিমেষেই হয়ে গিয়েছে ভাইরাল।
আরও পড়ুন,
*হিমেশ রেশমিয়ার ‘বাইসেপ’ ভীষণই ভালো লাগে! গোপনা কথা প্রকাশ্যে আনলেন জাহ্নবী