জন্মদিনের আগের দিন শহর থেকে পালিয়ে যাচ্ছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তেমনটাই জানিয়েছেন তিনি। এবার হয়তো ভাবছেন এমন কী কাজ করেছেন যে তাকে পালিয়ে যেতে হচ্ছে? আসলে বিষয়টা তেমন নয়। আসুন তাহলে জেনে নেওয়া যাক অভিনেত্রী কোথায় পালাতে চাইছেন।
আসলে আর.জি কর কান্ডের প্রতিবাদে প্রথম থেকে সক্রিয় ছিলেন শ্রীলেখা। তবে শুধু এই ঘটনাই নয় যে কোনো কিছু ঘটলেই মুখ খুলতে দেখা যায় তাকে। যে কারণে অনেক সময় সমালোচনাতেও পড়তে হয়েছে অভিনেত্রীকে। তবে সেসব বিষয় নিয়ে কখনোই তোয়াক্কা করেন না তিনি বরং নিজের কথা স্পষ্ট করে তুলে ধরেন।
এই যেমন আর.জি কর কাণ্ড এবং ঝাড়গ্রামে গর্ভবতী হাতির হত্যা নিয়ে একাধিক আন্দোলনে হাটতে দেখা গিয়েছে তাকে। তবে তিনি আশপাশের অরাজকতা দেখতে দেখতে ক্লান্ত। তাইতো কদিনের জন্য নিঃশ্বাস নিতে পরিবেশের কাছে যাচ্ছেন। ব্যাগ গোছাতে গোছাতে সে কথাই বলেছেন তিনি।
বলেন, ‘কালকে জন্মদিন আর আজকে আমি পালিয়ে যাচ্ছি। পালিয়ে যাচ্ছে কিনা জানিনা তবে এই শহর থেকে কয়েক দিনের জন্য প্রকৃতিতে নিঃশ্বাস নিতে যাচ্ছি। সোলো ট্রিপ। একাই যাচ্ছি। আমার হাতের এই কালো সুতো ততদিন থাকবে যতদিন না পর্যন্ত তিলোত্তমা সুবিচার পাচ্ছে। আমার সঙ্গী হিসেবে থাকবে কিছু বই, ডায়েরি, কিছু স্মৃতি।’
‘নিজেকে করা কিছু প্রশ্ন। একটা আধ্যাত্মিক যাত্রা বলতে পারো। বাবা-মাকে সারাক্ষণ মিস করি। চারিদিকের এই অরাজকতা দেখে দেখে আমি ক্লান্ত। আমি শিল্পী মানুষ একটা নেওয়ার ক্ষমতা আছে, আমি আর পারছি না। মিডিয়া অ্যাটেনশন চাই না, ফোন চাই না। একটু নিঃশ্বাস নিতে চাই বুক ভরে।’
আরও পড়ুন,
*জীবনের শেষ বেলায় বাড়ি ছেড়েছিলেন সুচিত্রা! কোথায় দিন কাটাত মহানায়িকার?