বলিউডের সবথেকে ধনী শাহরুখ, সম্পত্তির পরিমাণ ৭,৩০০ কোটি টাকা! দ্বিতীয় স্থানে কে?

তিনি রাজত্ব করছেন বলিউডে, দীর্ঘ সময় ধরেই একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে দিয়ে চলেছেন দর্শকদের। আর এবার বলিউডের সবথেকে ধনী তারকাদের তালিকায় শীর্ষস্থান দখল করলেন। তিনি কিং খান শাহরুখ। লম্বা বিরতির পর ২০২৩ সালে পর্দায় দেখা গিয়েছিল তাকে।

আর এই সালটিতে বক্সঅফিসে রাজত্ব করেছেন তিনি। এছাড়াও চলতি বছরে তার ক্রিকেট ফ্রাঞ্চাইজি ‘কেকেআর’ আইপিএল ট্রফি জিতেছে। এক কথায় বলতে গেলে তার এখন ভীষণ ভালো সময় চলছে। যদিও একাধিকবার জীবনে চড়াই-উতরাই এসেছে তবে কখনোই হেরে যাননি তিনি।

কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন তিনিই সেরা। সম্প্রতি ‘হুরুন ইন্ডিয়া’র একটি সমীক্ষায় ভারতের ধনী তারকাদের তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে শীর্ষস্থানে রয়েছেন শাহরুখ খান। তার মোট সম্পত্তির পরিমাণ ৭৩০০ কোটি টাকা। তার এই আয়ের উৎস মূলত প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ এবং ‘কেকেআর ফ্রাঞ্চাইজি।’

দ্বিতীয় স্থানে রয়েছেন জুহি চাওলা এবং তার পরিবার। তিনি কেকেআরের যৌথ কর্ণধার। তার সম্পত্তির পরিবার ৪৬০০ কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছেন হৃত্বিক রোশন তার পরিমাণ ২০০০ কোটি টাকা। তিনি মূলত তার ফ্যাশন ব্র্যান্ড ‘এইচআরএক্স’ ও৷ অভিনয় থেকে আয় করেছেন। অন্যদিকে এর পরের স্থানে রয়েছেন অমিতাভ বচ্চন।

তার মোট সম্পত্তির পরিমাণ ১৬০০ কোটি টাকা। যিনি বিভিন্ন বিনিয়োগের মাধ্যমে এই টাকা উপার্জন করেছেন। এরপরে রয়েছেন করণ জোহর। তার মোট অর্থ ১৪০০ কোটি টাকা। তিনি সঞ্চয় করেছেন ‘ধর্মা প্রোডাকশন’এর মাধ্যমে। অন্যদিকে শাহরুখের সোশ্যাল মিডিয়াতেও চোখে পড়ার মতোন প্রভাব রয়েছে। এক্স-হ্যান্ডেলে তার অনুগামীর সংখ্যা ৪৪.১ মিলিয়ন।

আরও পড়ুন,
*বাড়ল মহিলাদের বিয়ের বয়স! ক্রমবর্ধমান জনসংখ্যার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক