হবু মা ‘গোপী বহু’ ওরফে দেবলীনার জন্মদিন, স্বামী-পরিবার সঙ্গে নিয়ে কাটলেন কেক

Gopi Bahu Devoleena: বলি পাড়ার ছোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য্য। বেশিরভাগ দর্শক তাকে ‘গোপী বহু’ নামে চেনেন। অবশেষে দীর্ঘদিনের গুঞ্জনকে সত্যি করে এবার সুখবর দিলেন তিনি। গত ১৫ই আগস্টের সকালে জানালেন তাদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। আর সেই নতুন অতিথি আসার আনন্দে সকলেই মেতে রয়েছেন। এবার সন্তান আসার আগে নিজের জন্মদিন পালন করলেন দেবলীনা।

তার স্বামী শেখ শাহনাওয়াজ ও পরিবারের বাকি সদস্যদের সঙ্গে তিনি তার জন্মদিন পালন করলেন। কাটলেন বেশ কয়েকটি কেক। এদিন দেবলীনাকে দেখা গিয়েছে সোনালী ও সবুজ রঙ মিশ্রিত একটি টপ পরতে। এদিন দেবলীনার বাড়ি সাজিয়ে তোলা হয়। হ্যাপি বার্থডে লেখা বেলুনে সেজে ওঠে চারিদিক। আর এরপর স্বামী ও পরিবারের বাকি সদস্যদের সঙ্গে নিজের জন্মদিন পালন করতে দেখা যায় দেবলীনাকে।

এর পাশাপাশি অভিনেত্রী নিজের সোশ্যাল হ্যান্ডেলে একাধিক ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে তার পোষ্যকে আশেপাশে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। বর্তমানে অন্তঃসত্ত্বা দেবলীনা। আর তার শরীরে দেখা যাচ্ছে মাতৃত্বের আভা। দেবলীনা এই মূহুর্তের একাধিক ছবি পোস্ট করার পর তা ভাইরাল হয়ে যায়। অনেকেই মন্তব্য করেছেন। কেউ কেউ যেমন নতুন অধ্যায়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তেমনই কেউ কেউ ক’টা করে বলেছেন সন্তানের ধর্ম কাকে অনুসরণ করে হবে।

তবে অভিনেত্রীও কাউকে ছাড়ার পাত্রী নন। তিনি মন্তব্যকারীদের জবাব দিয়েছেন, আমার স্বামী, আমার সন্তান, আমার ধর্ম, আপনি কে হে? ২০২২ সালে জিম প্রশিক্ষক শেখ শাহনাওয়াজের সঙ্গে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে হয় দেবলীনা ভট্টাচার্য্যের। এরপর মাঝেমধ্যে গুঞ্জন শোনা যাচ্ছিল তাদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য।

অবশেষে সেই গুঞ্জনকে সত্যি করে গত ১৫ই আগস্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেবলীনা জানান তাদের জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তারা। এর পাশাপাশি অভিনেত্রীর বাড়িতে পঞ্চমৃত অনুষ্ঠানের নানান ছবি পোস্ট করলেন তিনি। এটি হিন্দু ধর্মের একটি রীতি। পাঁচটি উপাদান ঘি, দুধ, দই, মধু ও তুলসী যোগ করে তৈরি করা হয় পঞ্চমৃত।

আরও পড়ুন,
*‘আপত্তিকর’ পোস্টে যাবজ্জীবন কারাদণ্ড! সোশাল মিডিয়া নীতিতে তুমুল পরিবর্তন যোগীরাজ্যে

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক