এবার সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে বড়সড় বদল আনল যোগীর রাজ্য। উত্তরপ্রদেশের নতুন নীতি ‘উত্তরপ্রদেশ ডিজিটাল মিডিয়া পলিসি ২০২৪’ মঙ্গলবার রাজ্যের মন্ত্রীসভায় অনুমোদন পায়। এই নতুন নীতিতে বলা হয়েছে সোশ্যাল মিডিয়ায় কোনো আপত্তিকর বা অবমাননাকর কিছু পোস্ট করা হলে বা সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করা হলে সেই ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ফৌজদারি মানহানির অভিযোগ আনা হতে পারে।
আর এমন পোস্ট সোশ্যাল মিডিয়ায় করা হলে সেই ব্যক্তি বা সংস্থার যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে। এই নতুন নীতি কার্যকর হবে সোশ্যাল মিডিয়ার একাধিক প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেলের ক্ষেত্রে। এই নতুন নীতি অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যাবে না দেশ বিরোধী কোনো পোস্ট। যিনি তা করবেন তার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।
কঠোর ব্যবস্থার মধ্যে জরিমানার উল্লেখ রয়েছে। উত্তরপ্রদেশের সরকারের তরফে একটি নতুন ডিজিটাল এজেন্সি বা ‘ভি ফর্ম’ তালিকাভুক্ত করা হয়েছে। এবার থেকে সোশ্যাল মিডিয়ার যাবতীয় কার্যকলাপে কোথায় কী পোস্ট করা হচ্ছে, রিল প্রদর্শন, টুইট সহ সবকিছুর দেখভাল করবে এই এজেন্সি। আগে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট ৬৬ই ও ৬৬এফ ধারা অনুযায়ী এই অভিযোগের বিচার করা হত।
এছাড়া সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টাকা আয় করেন তারা এবার থেকে কত পরিমাণ টাকা পাবেন সেই বিষয়েও উল্লেখ করা হয়েছে। ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল ও ফেসবুকের মাধ্যমে সর্বাধিক ৫ লক্ষ, ৪ লক্ষ ও ৩ লক্ষ টাকা দেওয়া হবে। এর পাশাপাশি ইউটিউবে শর্ট, ভিডিও কিংবা পডকাস্টের মাধ্যমে যে বিষয়বস্তু তুলে ধরা হবে তার উপর সর্বাধিক ৮ লক্ষ, ৭ লক্ষ, ৬ লক্ষ ও ৪ লক্ষ টাকা দেওয়া হবে।
আরও পড়ুন,
*লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে একাধিক কুমির, আতঙ্কে গুজরাটের বরোদাবাসীরা