মৌনি-দিশার গ্ল্যামার মুগ্ধ করেছে সকলকে, বোল্ড লুকে ভাইরাল জনপ্রিয় দুই বলিউড অভিনেত্রী

পাপারাজ্জিদের ক্যামেরায় একসঙ্গে ধরা দিলেন দুই বলিউড অভিনেত্রী। তাদের গ্ল্যামার মুগ্ধ করেছে সকলকে। মাঝেমধ্যেই বলিউডের বিভিন্ন অভিনেত্রীদের একসঙ্গে দেখা যায়। সেরকমই এবার দিশা পাটানি এবং মৌনি রায়কে একসাথে ক্যামেরাবন্দী করেছেন পাপারাজ্জিরা।

আমরা সকলেই জানি যে তারকারা কখন, কোথায় যাচ্ছেন, কার সাথে যাচ্ছেন বা কী করছেন সে বিষয়ে নজর রাখে মিডিয়া। তাইতো কোনো রেস্তোরাঁ বা কোথাও ঘুরতে গেলেও সেখানে ক্যামেরা নিয়ে হাজির হয়ে যান সকলে। সেরকমটাই হয়েছিল তাদের ক্ষেত্রে।

এই দিন দিশাকে দেখা যায় একটি ধূসর বর্ণের কর্সেট টপ এবং হালকা সবুজ শর্ট স্কার্ট পরিহিত অবস্থায়। অন্যদিকে মৌনি পরেছিলেন বেগুনি রঙের শর্ট ড্রেস। দু’জনের হাতেই ছিল একটি করে ব্যাগ। খোলা চুল, মানানসই মেকআপে দুর্দান্ত লাগছিল দুই অভিনেত্রীকে দেখতে।

গাড়িতে ওঠার আগে পাপারাজ্জিদের সামনে হাসিমুখে পোজ দিতে দেখা যায় তাদের। তাদের দেখে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্য করেছেন নেটিজেনরা। অন্যদিকে আমরা যদি দিশার পরবর্তী কাজ দেখি তাহলে তাকে দেখা যাবে ‘কাঙ্গুভা’ সিনেমায়। যেখানে অভিনয় করবেন দক্ষিণের সুপারস্টার সুরিয়া এবং বলিউড অভিনেতা ববি দেওল।

জানা গিয়েছে, আগামী ১০ই অক্টোবর এই সিনেমাটি মুক্তি পাবে। অন্যদিকে যদি আমরা মৌনির কেরিয়ার দেখি তাহলে তাকে শেষবার দেখা গিয়েছে ‘ব্ল্যাক আউট’ সিনেমায়। যদিও সেটি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এছাড়া বিভিন্ন রিয়্যালিটি শো’তে বিচারকের আসনে দেখা যায় তাকে।

আরও পড়ুন,
*রাধাকৃষ্ণের পবিত্র প্রেমে বিকৃতি প্রদর্শনের অভিযোগ! চাপে পড়ে তড়িঘড়ি পদক্ষেপ তমন্নার

error: Content is protected !!