ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কন্যা ইয়ালিনীকে প্রকাশ্যে আনলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী! কয়েকমাস আগেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। তবে ছেলে ইউভানের জন্মের পর যেমন হাসপাতাল থেকেই তার ছবি প্রকাশ্যে এনেছিলেন, কন্যার বেলায় তেমনটা করেননি।
ফলস্বরূপ দর্শকদের মধ্যে অধীর অপেক্ষা তৈরি হয়েছিল তার কন্যা সন্তানকে দেখার জন্য। সম্প্রতি সেই অপেক্ষারই অবসান ঘটালেন অভিনেত্রী। তবে জানিয়ে রাখা ভালো তিনি কিন্তু মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি। শুধুমাত্র পেছন থেকেই দেখা গিয়েছে তাকে। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
যেখানে দেখা যাচ্ছে কালো অফ শোল্ডার বডিকন পোশাক পরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। তার কোলেই রয়েছে ছোট্ট ইয়ালিনী। তার পরনেও একটি কালো পোশাক দেখা গিয়েছে। তবে তার মুখ পেছন দিকে ঘোরানো। ছবিটি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘হাই’। আসলে প্রথমবার ক্যামেরার সামনে আসার জন্য ইয়ালিনী সকলকে অভিবাদন জানিয়েছে।
এই ছবি দেখার পর সেখানে বিভিন্ন মন্তব্যে ভরিয়ে তুলেছেন তারকা থেকে শুরু করে সাধারণ মানুষেরাও। মৌনি রায়, সৌমিতৃষা কুন্ডু, দেবলীনা কুমার থেকে অন্যান্যরাও সেখানে প্রশংসায় পঞ্চমুখ। তবে ভক্তদের একটাই দাবী তারা ইয়ালিনীর মুখ দেখতে চান। যদিও তিনি কবে মেয়ের মুখ প্রকাশ্যে আনবেন তা এখনো জানা যায়নি।
উল্লেখযোগ্য, কয়েক বছর আগে শুভশ্রী পুত্র সন্তান ইউভানের জন্ম দিয়েছেন। হাসপাতাল থেকেই তার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তার স্বামী রাজ চক্রবর্তী। মাঝেমধ্যেই ইউভানের নানান ছবি দেখা যায় এই দু’জনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। তবে তার বিপরীত ছবিই দেখা যাচ্ছে কন্যার বেলায়।