প্রকৃত ভালোবাসায় জাত, ধর্ম, বর্ণ কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায় না! তেমনটাই হয়েছে অভিনেত্রী সোনাক্ষী সিনহার সাথেও। গত জুন মাসে তিনি বিয়ে করেছেন ভিনধর্মী জাহির ইকবালকে। তাদের বিয়ে নিয়ে কম সমালোচনা হয়নি। যেহেতু জাহির মুসলিম তাই তাকে বিয়ে করায় কম কথা শুনতে হয়নি সোনাক্ষীকে।
তবে সেসব কিছুতে তোয়াক্কা করেননি সোনাক্ষী বরং নিজের পছন্দের মানুষকে হইহই করে বিয়ে করেছেন। আর এবার গণেশ চতুর্থী উপলক্ষ্যে একসাথে গণপতি আরাধনাতেও মেতে উঠলেন দু’জনে। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন সোনাক্ষী। যেখানে দেখা যাচ্ছে আরতির থালা হাতে দু’জনে গণপতির আরতি করছেন।
আর ক্যাপশন লিখেছেন, ‘ভালোবাসা তৈরি হয় শ্রদ্ধায়! তখন, যখন কোনো দম্পতি একে অপরের বিশ্বাসকে মর্যাদা দেয়। বিয়ের পর আমাদের প্রথম গণপতি পুজো।’ যার দ্বারা এটাই স্পষ্ট হয়েছে দু’জনের ধর্ম ভিন্ন হলেও একে অপরের বিশ্বাসকে শ্রদ্ধা করেন সোনাক্ষী এবং জাহির। যা দেখার পর মুগ্ধ নেটিজেনরা।
প্রত্যেকের মুখে একটাই কথা সবাই যদি এই বিষয়টা বুঝতো তাহলে এই পৃথিবী আরো সুন্দর হয়ে উঠতো। শুধুমাত্র ধর্মের কারণে কাউকে আলাদা হতে হতো না। উল্লেখযোগ্য, দীর্ঘদিন ধরেই সম্পর্কে ছিলেন সোনাক্ষী এবং জাহির। তবে তাদের বিয়ের কথা উঠতেই পরিবারে সমস্যা তৈরি হয়।
তবে সকল কিছু পেরিয়ে বিয়ে করেন তারা। যদিও সেখানে সোনাক্ষীর ভাইদের দেখা যায়নি। যার দ্বারা এটা স্পষ্ট হয়েছিল বাড়ি থেকে এই বিয়ে মেনে নিতে পারেননি তারা। অন্যদিকে জাহিরের বাড়ি থেকে খুবই আনন্দের সাথে গ্রহণ করা হয়েছে তাদের সম্পর্ককে। বর্তমানে সুখে সংসার করছেন তারা।
আরও পড়ুন,
*ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! কন্যা ইয়ালিনীকে প্রকাশ্যে আনলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী