জন সিনার জন্মদিনে গান গেয়ে শুভেচ্ছা জানালেন খলি, সোশ্যাল মিডিয়া ভাইরাল ভিডিও

WWE সুপারস্টার জন সিনার জন্মদিনে তাকে গান গেয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন আরেক মহান কুস্তীগির খলি। যে ভিডিও এখনও পর্যন্ত ভাইরাল হয়ে চলেছে সোশ্যাল মিডিয়ায়। জন সেনা তার কেরিয়ারে প্রচুর বার বিজয়ী হয়েছেন। এমনকি তিনি নামকরা কুস্তিগীরদেরও হারিয়েছেন।

অন্যান্য সকলে তাকে শুভেচ্ছা জানালেও ২০১৩ সালে খলির সেই জন্মদিনের শুভেচ্ছা জানানো সকলের কাছে একটি বিনোদনমূলক ঘটনা হয়ে রয়েছে। কুস্তী ইউনিভার্সসের সকলকে তিনি বিনোদন দিয়েছিলেন এই জন্মদিনের শুভেচ্ছা জানানোর মাধ্যমে।

আয়োজকদের তরফ থেকে জন সেনার জন্মদিন উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেখানেই রিঙের ভেতরে সকলে তাকে শুভ জন্মদিন বলেন। যে তালিকায় রয়েছেন নাতালিয়া, নিকি বেলা, কোফি কিংস্টন, গ্রেট খলি প্রমুখ। অন্যান্যরা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে জন সেনাকে শুভেচ্ছা জানাচ্ছিলেন।

সেখানেই খালি জন্মদিনের গান গেয়ে জন সেনাকে শুভেচ্ছা জানান। যা দেখে প্রত্যেকেই অবাক হয়ে যান। যখন তিনি গান শুরু করেন হাসিতে রীতিমতো লুটোপুটি খান উপস্থিত দর্শকেরা। তবে এই বিষয়টা দেখে খুশি হয়েছিলেন জন সেনা। তিনিও হাসিমুখে বিষয়টি উপভোগ করেন।

উল্লেখযোগ্য, এক সময়কার বিখ্যাত কুস্তিগীর খলিকে এখন আর রিঙের ভেতরে দেখা যায় না। তিনি বহুদিন হলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ছেড়ে দিয়েছেন। বর্তমানে তিনি প্রশিক্ষণের সাথে যুক্ত রয়েছেন। মাঝেমধ্যে তার বিভিন্ন ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যা দেখে বেশ মজা পান দর্শকেরা।

আরও পড়ুন,
*IPhone 16: পুজোর মরশুমে বাজারে আসছে আইফোন ১৬, জানুন ফিচার

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক