পাকিস্তান-জয় ভুলে ভারতের বল নিয়ে উদ্বেগে বাংলাদেশের ওপেনার

সম্প্রতি পাকিস্তানে টেস্ট সিরিজে জিতেছে বাংলাদেশ। এবার বাংলাদেশের লক্ষ্য ভারতের দিকে। আর সেই লক্ষ্য এগিয়ে যেতে চান বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় লিটন দাস৷ তিনি আপাতত পাকিস্তান সিরিজ জয় নিয়ে আর কিছু ভাবছেন না। তার লক্ষ্য ভারতের ব্যবহৃত এসজি বল নিয়ে। তিনি এসজি বল নিয়ে নতুন উদ্বেগ প্রকাশ করেছেন। তার কথায় বাংলাদেশী ক্রিকেটারদের এসজি বলের সঙ্গে মানিয়ে নেওয়া বেশ কষ্টকর হবে।

গতকাল মঙ্গলবার শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনের পর লিটন দাস বলেন, “পাকিস্তানের বিরুদ্ধে খুব ভাল খেলেছি আমরা। তবে সেটা অতীত। ভারতের বিরুদ্ধে খুব কঠিন একটা সিরিজ়‌ খেলতে নামব আমরা। ক্রিকেটার হিসাবে আমি পাকিস্তান সিরিজ়‌ের কথা ভুলে গিয়েছি। তবে নিঃসন্দেহে আত্মবিশ্বাস পেয়েছি আমরা।” তিনি এই বিষয়ে আরও বলেন, বাংলাদেশের খেলোয়াড় কোকাবুরা বলে খেলতে অভ্যস্থ।

লিটন আরও বলেন, ভারতে এসে এসজি বলে খেলতে হবে। আর এটি নিয়ে তিনি বেশ চিন্তায় রয়েছেন। তার কথায়, “ভারত বড় দল। ওখানে আলাদা বলে খেলতে হবে। আমরা সেই বলে খুব একটা খেলি না। বেশ কঠিন হতে চলেছে ব্যাপারটা। সবাই এটা নিয়ে বাড়তি অনুশীলন করছে।” তিনি বল প্রসঙ্গে মন্তব্য করেছেন।

লিটন বলেন, নতুন থাকা অবস্থায় কোকাবুরা বল খেলা বেশ কঠিন। তবে এটি ধীরে ধীরে যত পুরোনো হয় ততই খেলা সহজ হয়ে ওঠে। কিন্তু এসজি বল ঠিক তার উল্টো। নতুন অবস্থায় এটি খেলা যতটা সহজ, এটি পুরোনো হলে খেলা ততটাই কঠিন হয়ে পড়ে। তবে তিনি জানিয়েছেন তারা অনুশীলন করছেন।

লিটন বলেন, “টেস্টে প্রতিটা সেশন গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত ভাবে বলছি আমরা প্রথম সেশন খুব ভাল খেলতে পারি না। সেটা নিয়ে অনেক খাটতে হবে।” তারা যে বেশ চাপে রয়েছেন তা স্পষ্ট।

আরও পড়ুন,
*ভাঙ্গামন নিয়ে মেয়েটি ঘুমিয়ে পড়ে রেল লাইনে! ‘মনভাঙা’ কিশোরী প্রেমিকার ঘুম ভাঙালেন ট্রেনচালক