নয়া ইতিহাস! মহাকাশে পিয়ানো বাজালেন মহাকাশচারী সারাহ গিলিস

পৃথিবীর মহাকাশচারী হলেন,সারাহ গিলিস। তিনি পিয়ানো বাজিয়ে ইতিহাসের পাতায় নাম করেছেন তাও আবার মহাআকাশে গিয়ে, ভাবতেও কেমন অবাক লাগছে তাই না?

জানাগেছে সারাহ গিলিস ইলন মাস্কের স্পেসএক্স-এর দক্ষ একজন প্রযুক্তিবিদ, শুধুমাত্র তাই নয় এর পাশাপাশি তার সংগীতের প্রতি রয়েছে দারুন ঝোঁক। মহাকাশে গিয়ে তিনি পিয়ানো বাজিয়ে দারুন জনপ্রিয়তা পেয়েছেন, সেই ভিডিওটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সারাহ গিলিস তার সংগীতের জন্য প্রচুর বাহবা পেয়েছেন জনসাধারণের কাছ থেকে।

আপনারা ভাবতেই পারেন সারাহ গিলিস মহাকাশে পিয়ানো বাজিয়েছেন, তাহলে বিশ্বে সেটা কিভাবে দেখা গেল? আসলে তিনি যখন মহাকাশে পিয়ানো বাজিয়েছেন তখন সেটা রেকর্ড করা হয়েছিল এবং স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বে দেখানো হয়েছিল। এই ভিডিওটি দেখে জনগণ তো সারাহ গিলিস এর প্রশংসায় পঞ্চমুখ।

https://twitter.com/PolarisProgram/status/1834557770374296010

Polaris Dawn মিশনটি একটি মহাকাশ মিশন যেটি টানা পাঁচ দিন চলেছিল। এতে মোট সদস্য ছিল চারজন এবং এটি ছিল পৃথিবীর প্রথম মহাকাশ মিশন। প্রসঙ্গত,সারাহ গিলিস বলেন তার খুব ইচ্ছে ছিল মহাকাশে তার পিয়ানো বাজানো টি যেন সারা বিশ্বের মানুষ দেখতে পারে, আর হলোও ঠিক সেটা তার ইচ্ছে পূর্ণতা পেলো। ইতিমধ্যেই তার ভাইরাল ভিডিওটি দেখে মানুষজন তাকে শুভেচ্ছা বার্তা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

আরও পড়ুন,
*মাসে এক-দু দিন স্নান করে! বিয়ের ৪০ দিনেই ডিভোর্স চাইলো স্ত্রী