কোন ধরনের কানের দুল আপনার মুখের জন্য পারফেক্ট! বিয়ের কনের কানের দুল কেমন হ‌ওয়া উচিত?

সামনেই পুজো আর পুজো পেরোলেই বিয়ের ডেট সব পর পর। যাদের বিয়ের ডেট রয়েছে তারা অলরেডি বাজার করা শুরু করে দিয়েছেন। সবার প্রথমে সকলে বিয়ের পোশাক‌ই‌ সাধারণত কিনে থাকেন তারপর পোশাক অনুযায়ী গয়নাগাটি কেনেন। কিন্তু অভিজ্ঞদের মধ্যে সবার প্রথমে বিয়ের গয়না ।কেনা উচিত তারপর পোশাক।

অনেকের ধারণা সাজগোজের মধ্যে পোশাক আশাকের সাথে গলার হারটা ভালো পড়লেই হয়, তারা কানের দুলকে সেরকম একটা প্রাধান্য দেন না। তারা ভাবেন কানের দুল সাজগোজের পরে চুল কিংবা ওরনা দিয়ে ঢাকায় পরে থাকবে তাই সেটা সাধারণ পরলেই হয়, এই ধারণাটা তাদের সম্পূর্ণ ভুল। সাজগোজ বিশেষজ্ঞরা বলেন কানের দুলকেও অন্যান্য গয়নার মতোই প্রাধান্য দেওয়া উচিত।

বিয়ের কনে কানপাশা, চাঁদবালি,ঝুমকো, বড় ঝোলা দুল,টানা দুল এই ধরনের কানের পড়েন। কিন্তু শুধু কানের পড়লেই তো হবে না, আপনার মুখের সাথে সেটা মানাবে কিনা সেই দিকেও খেয়াল রাখতে হবে। জেনে নিন আপনার মুখে কি ধরনের কানের ভাল লাগবে?

কানপাশা:-

কানপাশা যেহেতু একটু বড় হয় আর কান বেশিরভাগটাই ঢেকে যায়, সেহেতু যেসব মেয়েদের মুখ একটু লম্বাটে তাদের মুখেই এই কানের সব থেকে ভালো মানাবে। এটি পুরনো দিনের ঐতিহ্যবাহী সাজের সাথেও যেমন মানাবে তেমনি আধুনিক সাজের সাথেও দারুন মানাবে। বিয়েতে যেহেতু একটু বেশি সাজে সবাই তাই এই সাজের সাথে কানপাশা খুব ভালো মানাবে।

চাঁদবালি:-

নাম দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন এটি দেখতে কেমন হবে, হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন এই দেখতে চাঁদের মতো। এই দুল দেখতেও বেশ বড় এবং ছোটো ছোটো কারুকার্য সম্পূর্ণ। যাদের মুখ অনেকটা পান আকৃতি তাদের এই গানের পড়লে খুব ভালো মানাবে। এই কানের দুলের সাথে অভিনেত্রী করিশ্মা তন্না টিকলি পরেছিলেন, সেই সাজে তাকে অপূর্ব লাগছিল। আপনিও চাইলে চাঁদবালি কানের দুলের সাথে টিকলি পড়তে পারেন।

ঝুমকা:-

ঝুমকা হচ্ছে এমন একটি কানের দুল যেটা কিনা গোল মুখ লম্বা মুখ ও অন্যান্য যে কোন আকৃতির মুখের সাথে মানিয়ে যায়। অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট তাদের বিয়েতে ঝুমকো দুল‌ই পরেছিলেন।

ঝোলা দুল:-

অনেকে আছেন খুব বেশি গয়নাগাটি পড়তে পছন্দ করেন না, তারা এই ঝোলা দুল পড়তে পারেন। এটি পড়লে গলায় কোন হার বা নেকলেস না পড়লেও চলে। এই ধরনের দুল গোলাকার মুখেই বেশি মানায়, তবে লম্বা মুখে পড়লেও মন্দ লাগে না।অঙ্কিতা লোখণ্ডে নিজের বিয়েতে হীরে বসানো ঝোলা দুল পড়েছিলেন।

টানা দুল:-

টানা দুল হচ্ছে এমনই একটি দুল যেটি কিনা থেকে টেনে মাথা অব্দি আটকে রাখা হয়। ঝুমকো কানের অথবা চাঁদ বালি কানের সাথে নকশা করা চেন টেনে মাথায় আটকানো হয়। এই কানের দুল প্রায় সব ধরনের মুখের সাথেই ভালো মানিয়ে যায়।এই ধরনের কানের বাহুবলী সিনেমাতে দেবসেনা পড়েছিলেন,তার সেই সাজ মন কেড়েছিল দর্শকের।

আরও পড়ুন,
*দুর্দান্ত ফিচার্স, Motorola Edge 50 Neo 5G এ মন মুগ্ধ করা ক্যামেরা!