সম্প্রতি এবার স্বামী নিক জোনাসের জন্মদিন উপলক্ষ্যে তাকে ভালোবাসায় ভরিয়ে তুললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া! সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করার মাধ্যমে নিজের মনের কথা তুলে ধরলেন তিনি। পপ তারকা নিক জোনাসের সাথে বেশ কয়েক বছর হলো সংসার করছেন এই অভিনেত্রী।
তার থেকে বয়সে ১১ বছরের ছোট নিক। যে কারণে কম কটাক্ষের সম্মুখীন হতে হয়নি তাদের। তবে কোনো কিছুই তাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তাইতো এতো কিছুর পরেও সুখের সংসার করছেন এই দম্পতি। সম্প্রতি ছিল নিকের জন্মদিন।
সেই উপলক্ষ্যে বেশ কয়েকটি ছবি এবং একটি ভিডিও পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। একটি ছবিতে দেখা যাচ্ছে স্বামী ও সন্তানের সাথে প্রিয়াঙ্কা আদুরে মুহূর্ত কাটাচ্ছেন। আবার দুটি ছবিতে দেখা যাচ্ছে মেয়েকে কোলে নিয়ে হেঁটে চলেছেন তারা। এখানেই শেষ নয় তার গানেরও একটি ভিডিও পোস্ট করেছেন।
আসলে লন্ডনের একটি কনসার্টে উপস্থিত হয়েছিলেন সকলে। সেখানেই তার জন্মদিন পালন করা হয়েছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী এবং শ্রেষ্ঠ বাবাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তুমি আমাদের সমস্ত স্বপ্ন পূরণ করে চলেছো প্রতিনিয়ত। আমরা তোমায় ভালোবাসি।’
উল্লেখযোগ্য, কয়েক বছর আগেই স্যারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের মা হয়েছেন প্রিয়াঙ্কা। যার নাম রেখেছেন মালতি মেরি জোনাস চোপড়া। এই অদ্ভুত নামের কারণেও সমালোচনার সম্মুখীন হয়েছিলেন অভিনেত্রী। আসলে মা এবং শাশুড়ি মায়ের নামেই সন্তানের নাম রেখেছেন তিনি।
আরও পড়ুন,
*বয়স নেহাতই সংখ্যামাত্র! চল্লিশের কোঠায় পৌঁছেও মনামীর সৌন্দর্য্য হার মানাতে পারে কমবয়সী যুবতীদের