রবিবার চেস অলিম্পিয়াডে দু’টি সোনা জয় করে ইতিহাস গড়ল ভারতের পুরুষ ও মহিলা চেস দল। ভারতীয় পুরুষ ও মহিলা বিভাগে জোড়া সোনা আসল। প্রথমে ভারতীয় পুরুষ দল চেস বিভাগে সোনা জয় করে। এই দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ডি গুকেশ, আর প্রজ্ঞানন্দ ও অর্জুন এরিগাইসি। চূড়ান্ত বিভাগে স্লোভানিয়াকে পরাজিত করে সোনা জেতে ভারতীয় পুরুষ চেস দল। এর কয়েক ঘন্টার মধ্যে যে আরও একটি দারুণ সংবাদ অপেক্ষা করছে তা অনেকেই ভাবতে পারেননি।
এর কয়েক ঘন্টা পরে মহিলা চেস দল সুখবর দেয়। আজারবাইজানকে পরাজিত করে সোনা জেতে ভারতীয় মহিলা চেস দল। মহিলা চেস দলের হয়ে দাবা খেলেছেন আর প্রজ্ঞানন্দের বোন আর বৈশালি। ছেলেমেয়ের কৃতিত্বে যেমন গর্বিত তার বাবা মা তেমনি গর্বিত গোটা দেশ। ভাইবোনকে ফোন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জানিয়েছেন। তাদের এই জোড়া সাফল্যে তারা নিজোরাও বেশ আনন্দিত।
জোড়া সোনা জেতার কিছুক্ষণ পর সোশ্যাল মিডিয়ায় চেসবেস ইন্ডিয়ার একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা গিয়েছে প্রজ্ঞানন্দ ও বৈশালি তাদের মায়ের সঙ্গে ট্রফি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আর এই ছবিতে লেখা রয়েছে “তিনি সত্যিই একজন মা হিসেবে গর্বিত”। তবে শুধু কীর্তিমানদের মা নয়, গর্বিত গোটা দেশ।
এদিকে মেডেল জয়ী দুই দাবাড়ু ভাইবোনের বাবার কথায়, “আমরা খুব গর্বিত। আমার মেয়ে বৈশালির দলও স্বর্ণপদক জিতেছে, তাই আমরাও আরও বেশি খুশি।” আর প্রজ্ঞানন্দ বলেন, “সকল দলের খেলোয়াড়রা খুব ভালো করেছে এবং স্বর্ণপদক জিতেছে। ভারতীয় দাবাড়ুদের সাফল্য দেশে এই খেলাকে আরও উৎসাহ দেবে। বর্তমানে ক্রিকেটের পরে দেশে সবচেয়ে জনপ্রিয় দাবা। এখনও আরও বেশি মানুষ এই খেলার প্রতি আগ্রহ দেখাচ্ছে এবং পেশা হিসেবেও গ্রহণ করছে।”
প্রজ্ঞানন্দর কথায়, তারা ভাইবোন দু’জনেই আরও এগিয়ে যেতে চান। চান বিশ্ব জয় করতে। আপাতত তাদেট লক্ষ্য রেটিং উন্নত করা। তাদের জোড়া পদক যা আগামীদিনে ভারতে দাবা খেলাকে আরও জনপ্রিয় করে তুলবে। ২০১৪ ও ২০২২ সালে অলিম্পিয়াডে ভারতীয় পুরুষ চেস দল ব্রোঞ্জ জিতেছিল। ২০২২ সালে মহিলা চেস দল ব্রোঞ্জ জেতে। এবারের সাফল্য যেনো অনেকদিনের স্বপ্নকে ছোঁয়া। তাই সকলেই গর্বিত হয়েছেন এমন সাফল্যে।