ভারতীয় সংগীত জগতে এক কিংবদন্তি হলেন অরিজিৎ সিং। তিনি একজন গায়কের পাশাপাশি যে একজন আদর্শ মানুষ তার পরিচয় একাধিকবার দিয়েছেন। সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে তা দেখার পর সকলের গায়কের প্রতি শ্রদ্ধা যেনো আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। ফের আরও একবার নিজের কাজের মধ্যে দিয়ে মন জিতে নিয়েছেন অরিজিৎ সিং।
বর্তমানে বিদেশের মাটিতে একের পর এক কনসার্ট করছেন গায়ক। তেমনই সম্প্রতি তার ব্রিটেনে কনসার্টের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার সেই মঞ্চ থেকে এক শ্রোতার উদ্দেশ্যে মাথা নত করে ক্ষমা চাইলেন গায়ক। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে এক মহিলাকে রীতিমতো গলা ধাক্কা দিচ্ছে এক নিরাপত্তারক্ষী।
আর সেই সময় ওই মহিলা অরিজিৎ-এর নাম ধরে চিৎকার করতে শুরু করেন। আর তখনই গায়ক গান থামিয়ে দেন। গায়ক নিরাপত্তারক্ষীকে জানান, “এরকম করা একেবারেই উচিত নয়।” এরপর গায়ক নিজে ওই মহিলার কাছে ক্ষমা চান। তিনি বলেন, “আমি দুঃখিত। আপনার সঙ্গে এটা মোটেই উচিত হয়নি। আমি যদি ওখানে থাকতাম, তাহলে কিছুতেই এমনটা হতে দিতাম না।”
অরিজিৎ-এর পদক্ষেপকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। একজন মানুষ হিসেবে তিনি যে পরিচয় দিয়েছেন তা যেনো উদাহরণ হিসেবে উঠে আসে বারংবার। এই ভিডিও এখন সমাজ মাধ্যমে ভাইরাল। এদিকে কলকাতার আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া এক তরুণী চিকিৎসকের উপর যে নির্মম অত্যাচারের পর তাকে ধর্ষণ ও খুন করা হয়েছে তা নিয়ে গান বেঁধেছেন গায়ক।
This is not fair said @arijitsingh
When security grabbed a fan girl by the neck.. on the spot Arijit Singh said the guard. ❤️#UK Concert.Follow uss for more Updates.@Atmojoarjalojo @RockOnMusicLtd @OfficialTMTM #ArijitSingh #Security #fans #arijitsinghlive @BBCNews pic.twitter.com/nbvbV3XnLs
— The Arijitians (@thearijitians_) September 25, 2024
ওই ঘটনার প্রতিবাদ করে “আর কবে?” গান গেয়েছেন তিনি। এই গান প্রতিবাদ মিছিলে মশালের মতন ছড়িয়ে পড়েছে। গায়ক যে তার সামনে হয়ে চলা যেকোনো অন্যায়ের প্রতিবাদ করতে সদাপ্রস্তুত তা যেনো আরও একবার স্পষ্ট হল। একজন সেলিব্রিটি হয়েও অরিজিৎ-এর সাধারণ থাকা যেনো সকলের কাছে অসাধারণ এক বিষয় হয়ে ওঠে।