তামিলনাড়ুর হোসুরে টাটা ইলেকট্রনিক্সের কর্মশালায় অগ্নি! তড়িঘড়ি সরানো হয়েছে দেড় হাজার শ্রমিকদের

kmc 20240929 154525 mP9XUUyb3m

তামিলনাড়ুর হোসুরে টাটা কারখানায় ভয়ংকর আগুন। শনিবার সকালে আগুন লাগার সংবাদ পেয়ে তাড়াতাড়ি কারখানা ত্যাগ করা হয়। আকুস্থলে প্রায় দুই ডজন দমকলের ইঞ্জিন অগ্নি নিবারণ করতে শুরু করে।

পুলিশ সূত্রে সংবাদ, টাটা ইলেকট্রনিক্সের ওই কার্যালয় মোবাইল ফোন তৈরীর অংশে সর্বপ্রথম আগুন ধরে। তারপর আস্তে আস্তে কারখানায় সব জায়গায় ছড়িয়ে যায়। সকাল ১১:৩০ টা পর্যন্ত আগুন নিবারণ করা যায়নি।

কারো কোন আঘাত লাগেনি কিন্তু অনিষ্টের পরিমাণ কয়েক কোটি টাকা দমকলের পক্ষ থেকে আন্দাজ করা যায় । তারা আগুন লাগার কারণ খুঁজছে।

টাটা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে বলা হয়েছে, অগ্নিকান্ডের সময় কর্মশালায় দেড় হাজার জন শ্রমিক কাজ করছিল। তাড়াতাড়ি একটা সুরক্ষা জায়গায় তাদের সকলকে একসাথে নির্বিঘ্ন জায়গায় সরিয়ে আনা হয়।

শ্রমিকরা প্রথমত আগুন নিবারণের চেষ্টা করছিল। তার কিছুক্ষণ পরেই পৌঁছে যায় দমকলের ইঞ্জিন। টাটা ইলেকট্রনিক্সের প্রধান প্রচার করেছে “আমরা আমাদের শ্রমিক এবং স্টেকহোল্ডারদের স্বকার্য সংরক্ষণ করার জন্য আবশ্যকীয় বন্দোবস্ত নেবো।