বছরের শুরু থেকেই অভিনেতা যিশু সেনগুপ্ত ও তার স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদ নিয়ে টানাপোড়োন চলছে। শোনা যাচ্ছে এর পেছনে নাকি রয়েছেন অন্য এক নারী। যীশু বেশ কিছুদিন আগে থেকেই নিজের বাড়ি থেকে অন্য জায়গায় থাকছেন। অন্যদিকে তার স্ত্রী নীলাঞ্জনা তাদের মেয়ে সারা ও জারাকে নিয়ে একসাথে আছেন।
অন্যান্য বছর যীশু সেনগুপ্তের বাড়িতে অনেক অভিনেতা অভিনেত্রীরা পুজোর সময় আসতেন। এমনকি যীশু তার পাড়ার পুজোতেও অংশগ্রহণ করতেন,কিন্তু এবছর যীশুকে একবারও দেখা যায়নি সেখানে।
যীশু ও তার স্ত্রী নীলাঞ্জনা কুড়ি বছরেরও বেশি সময় একসাথে কাটিয়েছেন বলে তারা একটি আদর্শ কাপল হিসেবে পরিচিত ছিলো। কিন্তু আজকের দিনে দাড়িয়ে তারা আর একসাথে নেই। আজ এত বছর বাদে তাদের দুজনের রাস্তা পুরোপুরি আলাদা।
একদিকে যিশু তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সুর্তির সাথে সম্পর্কে জড়িয়েছেন অন্যদিকে নীলাঞ্জনা তার দুই কন্যাকে নিয়ে সুখে আছেন। নীলাঞ্জনা নিজের একটি প্রযোজনা সংস্থা খুলেছেন এবং টেলিভিশন থেকে তিনি একটি শ্রেষ্ঠ প্রযোজকের পুরস্কারও পান।তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই তার দুই মেয়েকে ও বোন চন্দনাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন।
সম্প্রতি নীলাঞ্জনা তার দুই মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ছবিটিতে দেখা যাচ্ছে তারা বলিউড অভিনেতা অর্জুন বিজলানির বাড়িতে গেছেন। ছবিটি পোস্ট করে নীলাঞ্জনা পুজোর শুভেচ্ছা বার্তা দিয়েছেন।