সম্প্রতি এবার ‘খতরো কে খিলাড়ি’র জন্য অডিশন দিতে দেখা গেল সোশ্যাল মিডিয়া খ্যাত উরফি জাভেদকে। যা দেখার পর সকলের মনে একটাই প্রশ্ন তাহলে কবে তাকে এই রিয়্যালিটি শো’তে দেখা যাবে? আসলে বরাবরি সাহসী স্বভাবের উরফি। তাই তিনি যে শো জমিয়ে দেবেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।
তবে আপনাদের জানিয়ে রাখা ভালো এটি নিছক মজার ছলে বলেছেন তিনি। আসলে নিত্যদিন তাকে কোনো না কোনো কাণ্ড করতে দেখা যায়। যেগুলো তিনি ভাগ করে নেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সম্প্রতি সেরকমই একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে বহুতল বিল্ডিংয়ের জানালার বাইরের দিকে দাঁড়িয়ে রয়েছেন তিনি।
প্রথম দেখায় মনে হবে সত্যিই তিনি এভাবে হেঁটে চলেছেন। তবে আসল কথা হলো এই ভিডিওটি এডিট করা। তিনি ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘খতরোকে খিলাড়ির জন্য অডিশন। কালারস টিভি তোমরা কি দেখছো? যারা আমার পছন্দ করেন না তারা বলবেন এটি এডিট করা।’
ভিডিওটি দেখে ভীষণই মজা পেয়েছেন নেটিজেনরা। প্রত্যেকের মুখে একটাই কথা কেউ এডিট করা বলে মনে করছেন না সকলেই জানেন উরফি সাহসী স্বভাবের। অন্যদিকে বর্তমানে তাকে একটি রিয়্যালিটি শো’তে দেখা যাচ্ছে। যার মাধ্যমে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন তিনি।
মূলত অদ্ভুত পোশাক পরেই নিজের পরিচিতি তৈরি করেছেন উরফি। চিরাচরিত প্রথা থেকে সরে গিয়ে অন্যরকমের অবতারে তাকে দেখা যায় নিত্যদিন। প্রথম দিকে তাকে নিয়ে ট্রোলিং হলেও ধীরে ধীরে মানুষ সেগুলি পছন্দ করতে শুরু করেছেন।