রানীরা নাকি ডিসেম্বর মাসে জন্মায়! এমনটাই জানালেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। সোশ্যাল মিডিয়াতে তিনি কী পরিমাণ সক্রিয় তা আমরা সকলেই জানি। নিত্যদিন কোনো না কোনো মুহূর্ত ভাগ করে নেন সকলের সাথে। সম্প্রতি এবার সেরকমই কয়েকটি ছবি পোস্ট করেছেন।
ছবিগুলো মূলত সাদা-কালো। যেখানে এলোমেলো চুলে নিজস্ব সময় কাটাতে দেখা গিয়েছে তাকে। আর সেখানে ক্যাপশনটি ছিল সবথেকে নজরকাড়া। তিনি সেখানে লিখেছেন, ‘রানী জন্মায় ডিসেম্বর মাসে।’ হয়তো অনেকেই জানেন এই অভিনেত্রী ১৩ই ডিসেম্বর জন্মগ্রহণ করেছেন।
যার অর্থ তিনি এটাই বলতে চেয়েছেন তিনি নিজেকে রানী মনে করেন। আসলেও তাই। তিনি কোনো রাজার জন্য অপেক্ষা করেন না। নিজের জীবনে রানীর মতোন জীবনযাপন করতে পছন্দ করেন। যখন যা ইচ্ছে সেটাই করেন। বরাবর প্রাণখোলাভাবেই বাঁচার চেষ্টা করেছেন এই অভিনেত্রী।
এই ছবি দেখার পর তার সাথে সকলে সহমতপোষণ করেছেন ভক্তরা। আসলে তিনি তার আত্মবিশ্বাসের জন্যই বেশি জনপ্রিয় দর্শকমহলে। তাই যখন তিনি নিজেকে রানী বলে আখ্যা দিয়েছেন সেটাই মেনে নিয়েছেন ভক্তরা। তারাও মনে করেন তাদের প্রিয় অভিনেত্রী রানী। এছাড়াও নানান মন্তব্য করেছেন নেটিজেনরা।
উল্লেখযোগ্য, কয়েকদিন আগে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। যেখানে দেখা যায় মা ও বোনের সাথে বসে রয়েছেন স্বস্তিকা। সাথে এও লক্ষ্য করা যায় তিনি হুবহু মায়ের মতো দেখতে হয়েছেন। আসলে প্রত্যেক মেয়েই যে মায়ের মতোন হতে চায় সেই বিষয়টি বলতে চেয়েছিলেন অভিনেত্রী।