অর্থনীতির চাকা ঘোরাতে ও জালিয়াতি রুখতে দেশের নোটে বড়সড় বদল আনছে পাকিস্তান সরকার

এবার পাকিস্তানে অর্থনীতির চাকা ঘোরাতে বদল আনা হচ্ছে নোটে। আর এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্ক। এবার সম্পূর্ণ নতুন ধরনের নোট পাকিস্তানের বাজারে আনা হবে। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্ক ‘স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান’-এর তরফে জানানো হয়েছে, খুব দ্রুত পরীক্ষামূলক ভাবে বাজারে আনা হবে পলিমার প্লাস্টিকের তৈরি নতুন ব্যাঙ্ক নোট।

এই নতুন নোটগুলির বিশেষ সুবিধা হলো নোটগুলি জাল করা বেশ কঠিন। এতে রয়েছে উন্নতমানের সুরক্ষা ব্যবস্থা। এছাড়া পলিমার প্লাস্টিকের নোট ছাপানো বেশ খরচসাপেক্ষ। নতুন নকশায় কাগজের নোটগুলিকে আমজনতার হাতে তুলে দেবেন তারা। পাকিস্তানের নোট ও মুদ্রার জালিয়াতি ঠেকাতে এই নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নতুন নোটের নকশায় রাখা হবে হলোগ্রাম। এরফলে জাল নোট সহজেই চিহ্নিত করতে পারবে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। চলতি মাসে নতুন পলিমার নোট ও নতুন আঙ্গিকে পুরনো মুদ্রা পাকিস্তানের বাজারে আসতে চলেছে বলে শোনা যাচ্ছে। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর জানিয়েছেন, নতুন নকশার কাজ শেষ হলে এরপর বাজারে আসবে ১০, ৫০, ১০০, ৫০০, হাজার এবং পাঁচ হাজার টাকার নোট।

আগামী পাঁচ বছর পর পাকিস্তান পুরনো নোটগুলির ব্যবহার বন্ধ করবে, এমনটাই জানা গিয়েছে সেনেট কমিটি সূত্রে। এর পাশাপাশি প্লাস্টিকের মুদ্রা পাক এখনও পাক সরকারের তরফে নতুন প্লাস্টিকের মুদ্রার মূল্য কত হবে তা এখনও স্পষ্ট জানা যায়নি। সেনেট কমিটিকে জামিল বলেছেন, বর্তমান সমস্ত নোটে নতুন সিকিউরিটি ফিচার আনা হবে। ডিসেম্বরের মধ্যে এই কাজ সম্পন্ন হবে।

পাকিস্তান সরকারের তরফে মনে করা হচ্ছে, এরফলে জাল নোটের প্রচলন অনেকটাই কমানো যাবে। প্রাথমিকভাবে কম মূল্যের প্লাস্টিকের নোট বাজারে আনতে পারে স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান। সেই দেশের জনগণ কীভাবে তা গ্রহণ করে তা দেখার চেষ্টা করবে প্রশাসন। এদিকে দেশে পাঁচ হাজার টাকার নোট বন্ধ করার দাবি ওঠে। তবে এখনই তা করছে না পাকিস্তান সরকার, এমনটাই জানা গিয়েছে।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক