টলিউডের একসময়ের স্বর্ণযুগ বলতে অনেকেই একবাক্যে স্বীকার করবেন উত্তম ও সুচিত্রা যুগ। এইসময় উত্তম কুমার ও সুচিত্রা সেনের জুটির একাধিক সিনেমা মুক্তি পেয়েছিল। তাদের জুটি দর্শকদের মধ্যে বিপুল পরিমাণে জনপ্রিয় হয়ে উঠেছিল। তাদের সময়ের ছবি আজও মানুষ মুগ্ধ হয়ে দেখে। সেইসময় দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন সুচিত্রা ও উত্তম।
পর্দায় তাদের রসায়ন যেমন দর্শকেরা পছন্দ করতেন তেমনই পর্দার পিছনে তাদের সম্পর্ক কেমন ছিল তা জানতে অনেকেই আগ্রহী ছিলেন। সব কথা প্রকাশ্যে না এলেও শোনা গিয়েছিল উত্তম ও সুচিত্রা একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। যদিও তারকা যুগল এই জল্পনায় কখনও শিলমোহর দেননি।
একসময় অভিনেত্রী সুচিত্রা সেন সিনেমা জগত থেকে দূরে সরে যান। কারণ না জানা গেলেও পরে জানা যায় তার মূলে রয়েছেন উত্তম কুমার। অভিনেতা উত্তম কুমারের সঙ্গে অভিনয় না করতে পারার জন্য কারণেই অভিনয় জগত থেকে সরে যান সুচিত্রা সেন।
একসময় অভিনেত্রী মুনমুন সেন সুচিত্রা সেনের অভিনয় জগত থেকে বিরতি নেওয়ার প্রসঙ্গে জানিয়েছিলেন, “মা অভিনয় ছেড়েছিলেন চিত্রনাট্যের কারণে।” এরপর দূরদর্শনে এক সাক্ষাৎকারে এই বিষয়টি আরও খোলসা করেছেন মুনমুন সেন। তিনি জানান, সুচিত্রা সেন ও উত্তম কুমার সেইসময় পর্দায় অভিনয় বেশ জনপ্রিয়। তারপরই হটাৎ করে পাল্টে যেতে থাকে ছবির ধরন। তখন ১৯৭০ সাল।
ছবির ধরনের সঙ্গে ছবির গল্প পাল্টে যেতে থাকে। সুচিত্রা যে যে পরিচালকদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন তারা একে একে গত হয়েছেন। এর পাশাপাশি উত্তম কুমার চিরকালের জন্য বিদায় নিয়েছেন। সেইসময় নিজেকে কীভাবে নতুন গল্প, নতুন ছবির ধরন ও পরিচালকদের সঙ্গে কীভাবে মানিয়ে নেবেন বুঝে উঠতে পারেননি সুচিত্রা সেন।
মুনমুন জানান, সুচিত্রা সেইসময় স্পষ্ট প্রশ্ন করতেন তিনি কার সঙ্গে অভিনয় করবেন। সেইসময় উত্তম কুমার গত হয়েছেন। তাই পর্দা থেকেই একপ্রকার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন সুচিত্রা সেন। আর তারপর তার সেই কালজয়ী রূপ যা মানুষের কাছে অমলিন হয়ে থেকে গিয়েছে চিরদিনের জন্য।