‘তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না!’..জানুন কার উদ্দেশ্যে এমন বললেন শ্রাবন্তী

সম্প্রতি এবার কাউকে হৃদ মাঝারে রাখার কথা বললেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী! যা দেখে সকলের মনে একটাই প্রশ্ন কাকে এই কথা বললেন তিনি? আসলে বর্তমানে তিনি কার সঙ্গে সম্পর্কে আবদ্ধ রয়েছেন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে।

এরই মাঝে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। যার ক্যাপশনটি নজর কেড়েছে সকলের। কারণ, সেখানে তিনি লিখেছেন, ‘তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না।’ তাহলে কি পরোক্ষভাবে কাউকে উদ্দেশ্য করতে চেয়েছেন তিনি? মনের মানুষকেই এই কথা বললেন সকলের সামনে।?

যদিও সেসব খোলসা করেননি তিনি। এই ছবিতে তাকে বেশ সুন্দর লাগছিল দেখতে। ছবিতে তার পরনে রয়েছে হালকা সবুজ রঙের শাড়ি, খোলা চুল, হালকা মেকআপে অপরূপ দেখতে লাগছিল তাকে। মূলত পুরনো আমলের কোনো ঘরে এই ফটোশ্যুট করিয়েছেন তিনি।

আপন মনে হারিয়ে গিয়েছেন ছবিতে। কখনো হাসি মুখে ক্যামেরার দিকে তাকিয়েছেন আবার কখনো অন্যদিকে মুখ করে রয়েছেন। সবমিলিয়ে এই ছবির মাধ্যমে চর্চায় উঠে এসেছেন তিনি। উল্লেখযোগ্য, বেশ কয়েকবার বিয়ের পিঁড়িতে বসলেও কোনো সম্পর্কই সফল হয়নি অভিনেত্রীর।

তিন তিনবার বিয়ে করেও শেষ পর্যন্ত বিচ্ছেদের পথেই হাঁটতে হয়েছে তাকে। এরপরেও বেশ কয়েকজনের সাথে তার নাম জড়িয়েছে। তবে কখনোই এই বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি তাকে। শুধু তাই নয় এক সহ-অভিনেতার সাথেও নাকি সম্পর্ক তৈরি হয়েছিল তার। এমনকি সেই কারণেই নাকি সেই অভিনেতার সংসার ভেঙেছে। তবে এসব নিয়ে সর্বদাই চুপ থাকতে দেখা গিয়েছে তাকে।