একগুচ্ছ ছবি পোস্ট করে স্ত্রীর রিতিকা’কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা! যে ছবি দেখে, রিতিকাকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন রোহিত। তবে মাঝেমধ্যেই তার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়।
এই যেমন কয়েকদিন আগে ছেলের জন্মের সুখবর জানিয়েছিলেন। আর এবার স্ত্রী’র সাথে কাটানো বেশ কয়েকটি আদূরে মুহূর্তের ছবি পোস্ট করে তার এই বিশেষ দিনকে উদযাপন করতে দেখা গেল তাকে। সোশ্যাল মিডিয়ায় যে কয়েকটি ছবি তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে কখনো স্ত্রীর সাথে বসে রয়েছেন।
আবার কখন স্ত্রী মেয়ে সামাইরার সাথে খুনসুটিতে মেতে রয়েছেন। আর একটি ছবিতে দু’জনকে কথা বলতেও দেখা যায়। ছবিগুলি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আজকের এই বিশেষ দিনের অনেক অনেক শুভেচ্ছা। আমি ভীষণই কৃতজ্ঞ যে তুমি আমার পাশে আছো এই জেনে আমি এগিয়ে চলেছি। অনেক আনন্দ করো।’
আসলে রোহিতের কঠিন সময়গুলিতে তার হাত শক্ত করে ধরেছিলেন রিতিকা, যার উদাহরণ আমরা বারবার দেখেছি। সেই কারণেই রিতিকার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ রোহিত। অন্যদিকে যতই কাজের ব্যস্ততা থাকুক না কেন পরিবারের সাথে সময় কাটাতে ভোলেন না এই জুটি।
যে কারণে তাদের আরো বেশি ভালোবাসা দিতে দেখা যায় ভক্তদের। অন্যদিকে এক কন্যা সন্তানের পর কয়েকমাস আগেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রিতিকা। যার ফলে তাদের পরিবারে এখন খুশির জোয়ার। এই জন্মদিন যে অন্যান্য জন্মদিনের থেকে বেশ আলাদা তা আর নতুন করে বলার প্রয়োজন পড়ে না।