সামনেই বড়দিন, সেই উপলক্ষ্যে জিৎ-এর কন্যা ও ভাইজির নতুন মিউজিক ভিডিও প্রকাশ্যে এলো

ছোটো বয়সে এবার বাবার পথ ধরল টলিউড অভিনেতা জিৎ-এর কন্যা। বাবার মতই সে ফিল্ম দুনিয়ায় ডেবিউ করল, তাও মাত্র ১২ বছর বয়সে। জিৎ-এর কন্যা নবন্যার এই কাজে খুশি পরিবারের সকলে। জিৎ-এর মেয়ের সঙ্গী জিৎ-এর ভাইজি কৃষ্ণা। দু’জনে মিলে তৈরি করেছে ‘দ্য ক্রিসমাস ইভ’ গান। মেয়ের এমন কাজের ভিডিও নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিনেতা জিৎ।

বর্তমানে ক্রিসমাসের মরশুম। আর তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই মরশুমে গানটি প্রকাশ করা হবে। ‘দিস ক্রিসমাস ইভ’ গানটি প্রকাশ করা হয় সোশ্যাল মিডিয়ায়। নবন্যা ও কৃষ্ণার গাওয়া গানে তাদের গাইড করেছেন অনীক ধর। মিউজিক প্রোগ্রামার কেডি। জিৎ তার মেয়ে ও ভাইজির গাওয়া গান নিয়ে বলেন, “আমাদের গোটা পরিবার অত্যন্ত খুশি আর গর্বিত এই দুজনের প্রতিভায়।”

জিৎ আদ্যোপান্ত একজন পরিবারমুখী মানুষ। নিজের অভিনয়, প্রযোজনা বাদ দিয়ে যেটুকু সময় তিনি পান তা নিজের পরিবারের সঙ্গে কাটাতে ভালোবাসেন। অনেকেই বলেন, মেয়েরা বাবার বেশি কাছের হয়৷ তেমনই জিৎ-এর ভালোবাসায় তার মেয়ে নবন্যা বড় হয়ে উঠছে। বর্তমানে তার ১২ বছর বয়স।

এই বয়সে একাধিক গান লিখে সুর সাজিয়ে ফেলেছে সে। মেয়ে ও কন্যাসম ভাইজির কাজ দেখে অবাক হয়ে গিয়েছিলেন জিৎ। সেই মুগ্ধতা গোপন করতে পারলেন না তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মেয়ের গাওয়া গান। জিৎ তার সন্তানদের ভালোবাসেন এবং তাদের চাহিদার গুরুত্ব দেন। তাই মেয়ের এমন কাজে তিনি তা গর্বিত হয়ে সকলকে শেয়ার করতেও ভোলেননি।

ডিসেম্বর মাসেই ছিল জিৎ-এর মেয়ে নবন্যার জন্মদিন। মেয়ের জন্মদিনে বাবা জিৎ মিষ্টি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। সঙ্গে জুড়ে দিলেন তার বাবা হওয়ার পর অনুভূতি। মেয়েকে তিনি কতটা ভালোবাসেন তা জানাতেও ভুললেন না তিনি। আগামী দিনের জন্য মেয়েকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।