মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হার ভারতের, ১৫৫ রানে খেলা সাঙ্গ হলো ভারতের

কোনোভাবেই আর ঠেকানো গেলো না লজ্জার হার৷ অবশেষে মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার কাছে বিরাট ব্যবধানে হার হলো ভারতীয় দলের। এর পাশাপাশি বর্ডার গাভাসকর ট্রফিতে ১-২ ব্যবধানে পিছিয়ে পড়ল ভারত। দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের খেলা শেষ হয় ১৫৫ রানে। এর মধ্যে ভারতীয় দলের যশস্বীর রান ছিল ৮৪। কিন্তু কোনোভাবেই আর হার আটকানো গেলো না।

শেষ পর্যন্ত ভারত ১৫৫ রান করে গোটা খেলা শেষ করে। এদিন ভারতের রান করার দরকার ছিল ৩৪০। আজকের খেলায় সকাল থেকে মাঠে ভারতীয় দলের খেলার শুরুটা ভালো ছিল না। তাই খেলার শেষে এমন ফলাফল যা অনেকেই আগে থেকেই বুঝতে পেরেছিলেন। এদিন যদিও ঋষভ পন্থকে অনেকক্ষণ লড়াই করতে দেখা গিয়েছে।

অন্যান্য দিনের মতন ডাকাবুকো পন্থ নয়, বরং এদিন যেনো পন্থ কিছুটা অন্যরকম ছিলেন। কিন্তু ৩০ রান করার পর ট্র্যাভিস হেডের একটি বল মারতে গিয়ে ক্যাচ আউট হন তিনি। অনেকে আশা করেছিলেন এই টেস্টে খেলায় জয় না হোক, অন্তত ড্র হতে পারে। কিন্তু সেইসময় আশাকে জল ঢেলে গোটা ভারতীয় দল আউট হয়ে যায়। এদিকে থার্ড আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট হন যশস্বী।

তিনি আউট না হলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত বলেই মনে করছেন অনেকে। এদিন রোহিত করেন মাত্র ৯ রান। তারপর আউট হয়ে যান তিনি। এরপরই একই ওভারে আউট হন কেএল রাহুল। সেইসময় দুই উইকেট হারিয়ে প্রবল চাপের মুখে ছিল ভারত। সেইসময় সকলের নজর যার দিকে ছিল সেই বিরাট কোহলিকে নামতে দেখা যায়।

কিন্তু এদিন তার ভাগ্যেও বেশি রান ছিল না। মাত্র ৫ রান করার পর তিনিও ফিরে যান মাঠ থেকে। এরপর যশস্বী ও পন্থ জুটি টানতে থাকে ভারতীয় দলকে। কিন্তু দলের যাওয়াআসা লেগেই ছিল। অবশেষে যশস্বী নিজে টিকে থাকলেন। এরপর জাদেজা মাত্র ২ রান করার পর আউট হন। আগের দিন সেঞ্চুরি করা নীতিশ কুমার রেড্ডির সংগ্রহ মাত্র ১ রান।

এরপর বাংলাদেশী থার্ড আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট হন যশস্বী। তখন আর জেতার আশা ছিল না ভারতীয় দলের। ৪৫ বলে ৫ রান করে উইকেট ধরে রেখেছিলেন ওয়াশিংটন সুন্দর। কিন্তু অপর পক্ষের যাওয়াআসা লেগেই ছিল। এরপর জশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজের মাঠে নামার পর আউট হতে বেশি সময় লাগেনি। ১৮৪ রানের ব্যবধানে হারে ভারতীয় দল।

এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক