‘নতুন বছরে নতুন আমি’ এই ধারণায় বিশ্বাস করেন না বলিউড অভিনেত্রী কাজল। তিনি আগের বছর যেমন অভূতপূর্ব ছিলেন এবং আগামী বছরে আরো কিছুটা উন্নতি হবে তাতে। এমনটাই জানালেন একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে।
আমরা সকলেই জানি কাজল বরাবর প্রাণখোলা স্বভাবের। সবসময় তার মধ্যে চঞ্চলতা লক্ষ্য করা যায়। তিনি অন্যের মতোন জীবনযাপন করতে পছন্দ করেন না বরং নিজে যেমনটা ভালো বোঝেন সেভাবেই নিজের জীবনটাকে গুছিয়ে নেন, তেমন কথাই বোঝাতে চেয়েছেন।
সম্প্রতি দুটি ছবি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যেখানে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে হালকা গোলাপী রঙের শাড়ি, গলায় সম্ভবত হীরের নেকলেস পরেছেন তিনি। আর তার মুখে সেই চিরাচরিত হাসি। সবমিলিয়ে লাবণ্যময়ী হয়ে উঠেছিলেন তিনি।
সবথেকে বেশি নজর কেড়েছে তার পোস্টের ক্যাপশন। যেখানে লিখেছেন, ‘নতুন বছর নতুন আমি এসব নাটক নয়। বিগত বছরে আমি অভূতপূর্ব ছিলাম এবং আগামী বছরে আরো কিছুটা হবো।’ আসলে আমরা সকলেই জানি নতুন বছর মানেই অনেক মানুষের অনেক পরিকল্পনা থাকে।
কেউ কেউ ঠিক করে রাখেন নতুন বছরে তারা নতুন রূপে ধরা দেবেন সকলের সামনে। তবে সেসব তত্ত্বে বিশ্বাস করেন না কাজল। তিনি মনে করেন প্রত্যেক বছর তার মধ্যে কিছু না কিছু উন্নতি হচ্ছে। তাই বিগত বছরে তিনি যতটা উন্নতি করেছেন আগামী বছর তার থেকে বেশি করবেন।