আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসক খুনে দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়, আগামী সোমবার সাজা ঘোষণা

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহ আদালত। এদিন শনিবার ১২ মিনিটে রায় ঘোষণা শেষ হয়। রায় ঘোষণা হওয়ার পর আদালত কক্ষের মধ্যে বিচারকের সামনে চিৎকার করতে শুরু করেন অভিযুক্ত সঞ্জয় রায়৷ তিনি চিৎকার করে জানান তিনি নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। এর পাশাপাশি এদিন সঞ্জয় রায় তার গলায় রুদ্রাক্ষের মালার কথাও জানান।

যদিও এর আগে কখনও রুদ্রাক্ষের মালার প্রসঙ্গ আসেনি। এদিন শনিবার শিয়ালদহ আদালতে রায় ঘোষণা হওয়ার পর বিচারক অনির্বাণ দাসের উদ্দেশ্যে সঞ্জয় বলেন, “আমি ওখানে কিছু করলে আমার রুদ্রাক্ষের মালা ছিঁড়ে পড়ে যেত। আমাকে পুরো ফাঁসানো হচ্ছে। স্যার, আপনি কি বুঝতে পারছেন যে আমাকে ফাঁসানো হচ্ছে?” যদিও এই ঘটনার পর বিচারক বলেন, সঞ্জয় রায়ের বাকি কথা আগামী সপ্তাহে সোমবার শোনা হবে।

এরপর একপ্রকার জোর করেই সঞ্জয়কে প্রিজন ভ্যানে তোলা হয়। এদিন শিয়ালদহ আদালতের তিন তলার ২১০ নম্বর ঘরে দুপুর আড়াইটে নাগাদ এজলাস বসে। বিচারক অনির্বাণ দাস অভিযুক্ত সঞ্জয় রায়কে এজলাসে নিয়ে আসার পরামর্শ দেন। বিচারক সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেন এবং জানান, আগামী সোমবার তার সাজা ঘোষণা করা হবে। যদিও এদিনও সঞ্জয় নিজেকে নির্দোষ বলে চিৎকার শুরু করে।

এদিকে রায় ঘোষণা হওয়ার পর কেঁদে ফেলেন মৃতা তরুণী চিকিৎসকের বাবা ও মা। তারা বিচারকের উদ্দেশ্যে বলেন, “আপনার উপর যে আস্থা আমরা রেখেছিলাম, তার পূর্ণমর্যাদা রেখেছেন। আপনাকে ধন্যবাদ দিতে চাই।” বিচারক জানান, সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে তাতে সঞ্জয় রায়কে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৬৬, ১০৩(১) ধারায় অভিযুক্ত করা হয়েছে। যে সমস্ত প্রমাণ জোগাড় করা হয়েছে তাতে সঞ্জয়কে দোষী প্রমাণ করা গিয়েছে।

আর তাই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে বলেও জানান বিচারক অনির্বাণ দাস। জানা যাচ্ছে, তরুণী চিকিৎসককে যেভাবে গলা টিপে খুন করা হয়েছে তাতে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড হতে পারে। ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ ১০ বছর বা তার বেশি কারাদণ্ড হতে পারে। এছাড়া খুনের ঘটনায় ২৫ বছর সর্বোচ্চ কারাদণ্ড হতে পারে। তবে সঞ্জয় রায় যেভাবে তরুণী চিকিৎসকে হত্যা করেছে তাতে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন বিচারক।

আরও পড়ুন,
*সইফের বাড়ি থেকে বেরিয়ে হেডফোন কিনতে দাদর যায় দুষ্কৃতি, প্রকাশ্যে এলো নতুন সিসিটিভি ফুটেজ

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক