কাজলের ‘হামনবা’তে শ্রেয়ার নামের সাথে যোগ হলো তার মায়ের নাম! কৃতজ্ঞতা প্রকাশ সোশ্যাল মিডিয়ায়

মুক্তি পেলো কাজলের আগামী সিনেমা ‘মা’য়ের প্রথম গান ‘হামনবা’, যেটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। ইতিমধ্যেই এই গানটি অনেকেই শুনে ফেলেছেন। কারণ, প্রথমবার সেটি সকলের জন্য নিয়ে এসেছিলেন জুবিন নটিয়াল। যদিও তখন মিউজিক অ্যালবাম হিসেবেই গানটি প্রকাশ্যে এসেছিল।

আর এবার সেটি ব্যবহার করা হলো ‘মা’ সিনেমায়। ‘হামনবা’ শব্দের আক্ষরিক অর্থ সহযাত্রী। আর এই সহযাত্রী হিসেবে বোঝানো হয়েছে মা’কে। কারণ, প্রত্যেক সন্তানের জীবনে মায়ের কতটা গুরুত্ব তা ভাষায় প্রকাশ করা যায় না। সুখ, দুঃখ সকল কিছুর সহযাত্রী হিসেবে থাকেন মায়েরা।

সেই তাৎপর্যই তুলে ধরে এই গানটি। সম্প্রতি এই গানের প্রথম ঝলক পোস্ট করেছেন অভিনেত্রী কাজল-সহ গায়িকা শ্রেয়া ঘোষাল। আর তিনি ক্যাপশনে লিখেছেন, ‘এই গানটিতে আমার নাম যেভাবে লেখা হয়েছে তা দেখে আমি ভীষণই খুশি হয়েছি। শ্রেয়া শর্মিষ্ঠা ঘোষাল। আমার মা, আমার সহযাত্রী এই পৃথিবীতে আমার অস্তিত্ব তৈরি হওয়ার পূর্ব থেকেই।’

শ্রেয়া ঘোষালের মা হলেন শর্মিষ্ঠা ঘোষাল। যেহেতু এই সিনেমাটি মা এবং সন্তানের নিবিড় সম্পর্ক কে তুলে ধরেছে সেহেতু এই গানেও শ্রেয়ার নামের সাথে জুড়ে দেওয়া হয়েছে তার মায়ের নাম। বিষয়টি ভীষণই পছন্দ করেছেন শ্রেয়া। অন্যদিকে তার কন্ঠে এই গানটিও বেশ পছন্দ করেছেন শ্রোতারা।

উল্লেখযোগ্য, আগামী ২৭ শে জুন ‘মা’ সিনেমা মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। যেখানে মায়ের চরিত্রে অভিনয় করেছেন কাজল। এই সিনেমাটিতে মূলত রক্ষক এবং ভক্ষকের লড়াইকে তুলে ধরা হয়েছে। কীভাবে ভক্ষকের হাত থেকে এক সাধারণ মা নিজের সন্তানকে ফিরিয়ে আনবেন সেটাই সিনেমার মূল কাহিনী।

error: Content is protected !!