আজ ২৭শে জুন রথ যাত্রা। এইদিন গোটা দেশ জুড়ে আড়ম্বরের সঙ্গে পালিত হয়। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথে করে মাসির বাড়ির যাবার দিন আজ। হিন্দুদের কাছে এই দিনটির মাহাত্ম্য অনেকটাই বেশি। ওড়িশার পুরীধাম সহ দেশের বিভিন্ন জায়গায় প্রভু জগন্নাথ দেবের পুজো হয়। এই দিনটিকে শুভ দিন হিসেবে মনে করা হয়। শাস্ত্র মতে এই দিনে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে যদি কিছু করা হয় তবে তার সুফল পাওয়া যায়। তাই শাস্ত্রে এই দিনটিতে নানান টোটকা পালনের কথা বলা হয়েছে। সেই টোটকা যদি নিয়ম মেনে পালন করা যায় তবে জীবন হয় মসৃণ ও সুন্দর।
রথ যাত্রার দিন মনের ইচ্ছে পূরণ করতে হলে টোটকা পালন করতে হবে। ব্যক্তিবিশেষে সকলেরই মনের কিছু ইচ্ছে থাকে। এই দিন মন ভরে জগন্নাথ দেবকে ডাকলে মনের ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা থাকে। রথ যাত্রার দিন ১১টি তুলসীপাতা নিয়ে জগন্নাথ দেবের মালা তৈরি করুন। তুলসীপাতাগুলির যে ডাঁটি রয়েছে সেগুলি সুতো দিয়ে বেঁধে মালা বানাতে হবে। এরপর সেই মালা বানিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে পরাতে হবে।
প্রত্যেকের কিছু না কিছু আর্থিক সংকট থাকে। তাই সেই সংকট দূর করতে রথ যাত্রার দিন স্নান করে পরিষ্কার পোশাক পরে যেকোনো জগন্নাথ মন্দিরে ফল দান করুন। এর পাশাপাশি একটি পিতলের পাত্রে এক মুঠো আতপ চাল, দু’টুকরো কাঁচা হলুদ ও এক টাকার একটি কয়েন নিবেদন করতে হবে। এই টোটকা পালন করলে আর্থিক সংকট দূর হয়ে ভাগ্যের চাকা ঘুরবে। এর পাশাপাশি একটি লাল কাপড়ের মধ্যে লবঙ্গ ও একটি এক টাকার কয়েন বেঁধে জগন্নাথ দেবের পায়ে অর্পণ করলে ফল পাওয়া যায়।
বাড়িতে নেতিবাচক প্রভাব কমাতে জগন্নাথদেবকে সাদা সুগন্ধযুক্ত ফুল নিবেদন করুন ও পাঁচ রকমের মিষ্টি দিলে ফল পাওয়া যায়। বাড়িতে অশান্তি, রোগব্যাধি, দাম্পত্য জীবনে নানান সমস্যার উদয় হলে জগন্নাথ দেবকে পাঁচ রকম ফল দেওয়ার টোটকা মানলে সংসার সুখের হবে। ধীরে ধীরে সংসারের সমস্ত নেতিবাচকতা দূর হয়ে ইতিবাচক প্রভাব ছড়িয়ে পড়বে।
জীবনে সাফল্য পেতে কে না চায়! সকলেই চায় সফল হতে ও সঠিক রোজগার করতে। তার জন্য জীবনে সফলতার স্বাদ গ্রহণ করতে হলুদ কাপড়ের মধ্যে ১১টি কড়ি, ১১ রকম ফল ও ১১ রকম মিষ্টি সাজিয়ে জগন্নাথ দেবকে নিবেদন করলে জীবন বদলে যাবেই। এর পাশাপাশি জীবনের অশুভ দৃষ্টি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে রথ যাত্রার দিন সন্ধ্যে বেলা একটি মাটির প্রদীপে ঘি ও লবঙ্গ জ্বালিয়ে জগন্নাথ দেবের আরতি করলে ফল পাওয়া যাবে।