আজ মঙ্গলবার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা সকলের ‘দাদা’ সৌরভ গাঙ্গুলির জন্মদিন। এবছরের জন্মদিনে সৌরভ ৫৩ বছরে পদার্পণ করলেন। মহারাজার জন্মদিন যে সেলিব্রিশনের মধ্যে দিয়ে পালিত হবে তা আর বলার অপেক্ষা রাখে না। যদিও জন্মদিনের দিন রাত্রে তিনি কলকাতায় ছিলেন না। তিনি ছিলেন দুবাইতে। সস্ত্রীক তিনি সেখানেই জন্মদিনের কেক কাটলেন। পাশে দাঁড়িয়ে ছিলেন সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলি।
কেক কেটে স্ত্রী-কে খাইয়ে দিলেন সৌরভ। সঙ্গে কয়েকজন বন্ধুকেও দেখা গিয়েছে। জন্মদিনের দিন সকালে তিনি কলকাতায় পা রেখেছেন। এদিন গোটা জন্মদিনটাই তিনি বাড়িতে কাটাবেন। তার পরিবারের সদস্যদের সঙ্গে কাটানোর কথা জানিয়েছেন তিনি। যদিও লন্ডন থেকে সোমবার কলকাতায় ফেরার কথা ছিল সৌরভের। বিমান বিভ্রাটের জন্য তা আর সম্ভব হয়নি।
লন্ডনে আবহাওয়া খারাপ থাকার জন্য চার ঘন্টা বিলম্ব করে বিমান। আর সেই কারণে দুবাইতে রবিবার বিমান ধরতে পারেননি সৌরভ। তাই সোমবার দুবাইয়ের হোটেলেই কেক কাটলেন তিনি। সৌরভের সঙ্গে দেখা গিয়েছে তার স্ত্রী ও কয়েকজন বন্ধুকে। জন্মদিনের দিন কলকাতায় নিজের বাড়িতে রয়েছেন তিনি।
জানা যাচ্ছে, জন্মদিনের দিন বিকেলে সিএবির পক্ষ থেকে একটি ছোট্ট জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ক্রিকেট খেলার জন্য ইংল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট টিম। বার্মিংহামে ভারত ও ইংল্যান্ডের ম্যাচে প্রথম দু’দিন মাঠে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি। এর পাশাপাশি স্টুডিওতে বিশ্লেষক হিসেবেও বসতে দেখা যায় সৌরভকে।
লন্ডনে সৌরভের সঙ্গে ছিলেন তার স্ত্রী ও কয়েকজন বন্ধু। এর পাশাপাশি সৌরভকে বিসিসিআই সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে লাঞ্চ করতেও দেখা যায়। এর মাঝে সৌরভ তার মেয়ের অফিসের অনুষ্ঠানে মঞ্চে হাজির হয়েছিলেন। লন্ডনে জমিয়ে পারিবারিক সময় কাটিয়েছেন তারা৷ এবার দেশে ফিরে জন্মদিনে নিজের বাড়িতে ছিমছাম আয়েজনেই সারতে চান ৫৩ বছরে পদার্পণের উদযাপন।