মুম্বাইতে বাংলা নিয়ে হাসাহাসি! আত্মপক্ষ সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। মুম্বাইয়ে একটি সাংবাদিক সম্মেলন সম্পাদিত হয়। আর সেখানে হিন্দি ছবি ‘মালিক’-এর নানান প্রশ্নোত্তর পর্ব চলছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির একাধিক কলাকুশলীরা। তেমনই উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সাংবাদিক নানান প্রশ্নের মাঝে এক সাংবাদিককে প্রসেনজিৎ বলেন, “এখানে বাংলায় কথা বলার কী প্রয়োজন?”

আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অনেকেই টলিউড অভিনেতাকে কটাক্ষ করেছেন। এবার সেই বিতর্কের মাঝে নিরাবতা ভাঙলেন প্রসেনজিৎ। সম্প্রতি সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবির মধ্যে দিয়ে নিজের বক্তব্যের বিস্তারিত তুলে ধরেছেন তিনি। সমাজ মাধ্যমে সেই দীর্ঘ পোস্টে তিনি সেইদিন তিনি ঠিক কী কারণে ওই সাংবাদিককে বাংলা বলতে বারণ করেছিলেন সেটিও বলেন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ছবির কলাকুশলীদের সাংবাদিকরা হিন্দি অথবা ইংরেজিতে প্রশ্ন করছেন। এরই মাঝে একজন সাংবাদিক প্রসেনজিৎ-কে বাংলায় প্রশ্ন করেন। এরপর প্রসেনজিৎ ওই সাংবাদিককে ইংরেজিতে বলেন, এখানে বাংলায় কথা বলার প্রয়োজন কী?” বাংলায় প্রশ্ন করা সাংবাদিকের প্রশ্নের হিন্দি তর্জমা করে দেন মঞ্চে বসে থাকা রাজকুমার রাও।

প্রসেনজিৎ সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে লেখেন, “বাংলার একজন সাংবাদিক আমায় বাংলায় প্রশ্ন করেন। তিনি আমার দীর্ঘ দিনের পরিচিত ও স্নেহের পাত্রী। যেহেতু ওখানে বাংলা ভাষা বোঝেন না, এমন মানুষের সংখ্যাই বেশি, তাই খানিকটা বাধ্য হয়েই আমি ওকে বলি “বাংলায় কেন প্রশ্ন করছেন?”এরপর অভিনেতা আরও বলেন, “অনেকেই এই কথার আক্ষরিক সূত্রে হয়তো আঘাত পেয়েছেন। কষ্ট আমিও পেয়েছি, এখনও পাচ্ছি। কারণ ওই কথার এমন প্রতিক্রিয়া হতে পারে ভাবতেই পারিনি। হয়তো কয়েকটা ইংরেজি শব্দ ব্যবহার করে আমার বলা কথার উদ্দেশ্যটা আমি বোঝাতে পারিনি”।

এরপর বাংলা ভাষার প্রতি সম্মান জানিয়ে অভিনেতা আরও বলেন, “বাংলা আমার প্রাণের ভাষা,ভালবাসার ভাষা। তবে চিরকাল আমার কাছে বাংলার মানুষের বিচার শিরোধার্য। জীবনের শেষ দিন পর্যন্ত এই ধারণা অটুট থাকবে। তবে শেষে যেটা না বললেই নয়, আমি এইটুকু বুঝেছি, আমার বলা কথায় আপনাদের যথেষ্ট আঘাত লেগেছে, তাই আমি দুঃখিত।” ইতিমধ্যে অনেকেই প্রসেনজিৎ-এর করা সেই পোস্টে নানান মন্তব্য করেছেন ও নিজের মতামত জানিয়েছেন।

error: Content is protected !!