অল্প অল্প করে টাকা জমিয়ে নতুন মোবাইল কিনেছিলেন এক যুবক। কিন্তু মুহূর্তের অসাবধানতায় দীর্ঘদিনের পরিশ্রমের ফসল এক নিমেষেই শেষ। আর তারপর ঘটনাস্থলে বসে পড়েই অঝোরে কান্না তরুণের। সম্প্রতি যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে এমনটাই দেখা যাচ্ছে। অল্প অল্প দীর্ঘদিন টাকা জমিয়ে শখের মোবাইল কিনেছিলেন এক যুবক। জলমগ্ন রাস্তা দিয়ে চলার সময় সেই মোবাইল হঠাৎ করেই রাস্তায় পড়ে যায়।
রাস্তা জলমগ্ন থাকায় সেই মোবাইল আর খুঁজে পাননি যুবক। আর তারপর জলমগ্ন রাস্তায় হাতড়ে বেড়াচ্ছেন ওই যুবক। যদি সেই শখের মোবাইলটি খুঁজে পাওয়া যায় সেই আশায়। খুঁজে না পেয়ে অবশেষে কান্না জুড়ে দিলেন তিনি৷ পথচলতি জনতা ওই যুবকের কান্ড দেখে রীতিমতো ভীড় জমিয়েছেন। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই মূহুর্তের ভিডিও। যেখানে তরুণকে জলমগ্ন রাস্তায় মোবাইল খুঁজতে দেখা যাচ্ছে।
ভিডিওটি ‘ঘর কা কালেশ’ নামক একটি এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যে ভিডিওটি পাঁচ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। প্রচুর মানুষ নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। ওই ভিডিওতে কেউ লিখেছেন, “তরুণকে দেখে খুবই খারাপ লাগছে।” কষ্টার্জিত সম্পদ এভাবে নিমেষের মধ্যে হারিয়ে গেলে মন খারাপ হওয়াই স্বাভাবিক।
Guy breaking down in tears after his mobile phone reportedly slipped into rainwater in Jaipur.
pic.twitter.com/JBx0dwQziw— Ghar Ke Kalesh (@gharkekalesh) July 10, 2025
বর্তমানে বর্ষাকাল। ভারতের প্রায় প্রতিটি জায়গায় বৃষ্টি হচ্ছে। আর সেই বৃষ্টির দরুন রাস্তায় জমছে জল। কোথাও হাঁটু সমান জল আবার কোথায় গোড়ালি সমান জল। তেমনই রাজস্থানের জয়পুরে রাস্তায় জমেছে জল। ওই তরুণ ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন। হঠাৎ করেই তার মোবাইলটি ওই জলে পড়ে যাওয়ায় হাপুস নয়নে কাঁদতে শুরু করেন তিনি।