বাঙালী লড়তে জানে, তাদের প্রতিবাদ করার ক্ষমতা ইতিহাস হয়ে যায়নি! এই গল্পই বলবে দেবের ‘রঘু ডাকাত’। চলতি বছরের শুরুতেই অভিনেতা জানিয়েছিলেন পুজোয় আসতে চলেছে ঐতিহাসিক কাহিনীর সিনেমা ‘রঘু ডাকাত’। ‘গোলন্দাজ’ সিনেমার ফের ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধার কথা ঘোষণা করেন।
এরপর দর্শকদের অপেক্ষা বেড়ে গিয়েছিল বহুমাত্রায়। দীর্ঘ সময়ের পর অবশেষে সেই শুভক্ষণ হাজির হয়েছে। পুজোয় মুক্তি পাওয়ার আগে এবার সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেল প্রি-টিজার। যা দেখার পর রীতিমতো শিহরিত ভক্তরা। কারণ, স্বাধীনতা সংগ্রাম হোক বা কোনো ঐতিহাসিক গল্প দর্শকেরা এগুলি বেশ পছন্দ করেন।
সেরকমই একটি গল্পের প্রথম ঝলক দেখার পর মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে। এই সিনেমা এমন একটি কাহিনী তুলে ধরবে যেখানে দেখানো হবে বাঙালী একদিকে যেমন ঈশ্বরের বন্দনা করতে পারে, তেমনই দানবসম ব্রিটিশদের দমন করতেও পারে। এই কাহিনী মা কালীর পরম উপাসক রঘু ডাকাতের।
যিনি মায়ের পুজো না করে কোনো লড়াইয়ে যেতেন না। তার নামে রীতিমতো কেঁপে উঠতো গোটা বাংলা। এবার সেই রঘু ডাকাত রূপেই স্ক্রিনে উত্তাপ বাড়াতে আসছেন দেব। যে প্রি-টিজার সামনে এসেছে সেখানে দেখা গিয়েছে দেবের মাথায় লাল পাগড়ি, কপালে সিঁদুরের তিলক, হাতে খড়্গ।
নেপথ্যে একজন বলে চলেছেন, ‘সে অনেক যুগ আগের কথা। ইংরেজগুলো ভেবেছিল বাঙালী মরে গেছে, আগুন নিভে গেছে, প্রতিবাদ হয়ে গিয়েছে ইতিহাস। এবার ইতিহাস লিখবে রঘু।’ সবমিলিয়ে বলতে গেলে ইতিমধ্যেই এই প্রি-টিজার আলোড়ন তৈরি করেছে দর্শকমহলে। এবার অপেক্ষা সিনেমা মুক্তির।