অভিনয় জীবনের দীর্ঘ তিন দশক পর অবশেষে জাতীয় পুরস্কার পেলেন বলিউড বাদশা শাহরুখ খান, ভিডিও পোস্ট করে কী জানালেন তিনি?

অবশেষে অভিনয় জীবনের দীর্ঘ তিন দশক পর কঠোর পরিশ্রমের ফল। অবশেষে বলিউড বাদশা ওরফে শাহরুখ খানের ঝুলিতে এলো জাতীয় পুরস্কার। আর এই খবর প্রকাশিত হওয়ার পরই উচ্ছ্বসিত শাহরুখ-ভক্তরা। দীর্ঘ ৩০ বছর অভিনয় জগতে একের পর এক ছবি উপহার দিয়ে গিয়েছেন শাহরুখ খান। ‘চক দে ইন্ডিয়া’, ‘স্বদেশ’ সহ একাধিক ছক ভাঙা চরিত্রে অভিনয় করেছেন তিনি। অবশেষে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘জওয়ান’-এ অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেতে চলেছেন শাহরুখ খান।

জাতীয় পুরস্কারের ঘোষণার পর ভক্তদের উদ্দেশ্যে একটি ভিডিও পোস্ট করে বার্তা দিয়েছেন শাহরুখ। তাকে দেখা গিয়েছে এক হাতে ব্যান্ডেজ অবস্থায়। ‘কিং’ ছবির শ্যুটিং করতে গিয়ে হাতে চোট পেয়েছেন শাহরুখ। চিকিৎসক তাকে মাস দুয়েক বিশ্রামের পরামর্শ দিয়েছেন। যদিও তাই নিয়েই ভক্তদের উদ্দেশ্যে ভিডিও পোস্ট করে শাহরুখ বলেন, “আমি কৃতজ্ঞ, গর্বিত এবং অভিভূত। জাতীয় পুরস্কারে সম্মানিত হওয়া এমন একটি মুহূর্ত, যা আমি আজীবন লালন করব। জুরি সদস্য, চেয়ারম্যান, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং যারা আমাকে এই সম্মানের যোগ্য বলে মনে করেছেন, তাদের সকলকে অনেক ধন্যবাদ”।

ঘুণ ধরে যাওয়া সমাজ ব্যবস্থাকে বদলে দেওয়ার চিত্রই দেখানো হয়েছে ‘জওয়ান’ ছবিতে। এই ছবির মাধ্যমে দর্শকদের মাঝে রাখা হয় সমাজের একটি পচে যাওয়া সিস্টেমকে। আদ্যোপান্ত বানিজ্যিক ছবি হলেও, ‘জওয়ান’-এর মধ্যে অন্তর্নিহিত অর্থ যা যেকোনো দর্শককে ভাবাতে বাধ্য করবে। এই ছবি রাজনৈতিক মহলে তোলপাড় ফেলে দিয়েছিল। আর তাই এই ছবির জন্য জাতীয় পুরস্কার জিতে দর্শক সহ ছবির নির্মাতাদের ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ।

এর পাশাপাশি নিজের পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তিনি জানান, তার পরিবার জানে তার সিনেমার প্রতি প্যাশন। আর এই কারণে শাহরুখ দীর্ঘদিন সিনেমার কাজে বাড়ি থেকে দূরে থাকলেও ছেলে মেয়ে কিংবা স্ত্রী কেউই কোনো অভিযোগ করে না। এর পাশাপাশি তিনি জানান, তার হাতে চোটের জন্য তিনি বর্তমানে খানিক অসুস্থ। তাই সকলকে তৈরি থাকতে বলেছেন তিনি। কারণ বাদশা ফের পিরছেন বড় পর্দায়।

error: Content is protected !!