পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডার সংসারে আসতে চলেছে নতুন সদস্য? কী জানালেন অভিনেত্রী

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়। সিনেমা জগতের সঙ্গে তিনি পেশার কারণে যুক্ত থাকলেও তিনি তার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন একজন অন্য জগতের মানুষকে। আর তিনি হলেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চড্ডা। প্রেম অনেকদিন আগে শুরু হলেও ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রাজস্থানের উদয়পুরে জাঁকজমকপূর্ণভাবে বিয়ে হয় তাদের। দেখতে দেখতে প্রায় দুই বছর হতে চলল।

তবে এর আগে তাদের নিয়ে একাধিক গুঞ্জন সামনে এসেছে। কখনও অভিনেত্রী ঢিলেঢালা জামা কাপড় পরলে অনেকেই বলতেন পরিণীতি অন্তঃসত্ত্বা। তবে সেসব গুঞ্জনকে পাত্তা দেননি অভিনেত্রী৷ তার পরিবর্তে তিনি সটান জানিয়েছেন, “কাফতান পোশাক মানেই অন্তঃসত্ত্বা, ঢিলেঢালা শার্ট মানেই অন্তঃসত্ত্বা, স্বাচ্ছন্দ্যের পোশাক মানেই অন্তঃসত্ত্বা!”

তবে সম্প্রতি জনপ্রিয় দম্পতি জনপ্রিয় কমেডি শো কপিল শর্মার শো-তে হাজির হয়েছিলেন। পরিণীতি ও তার স্বামী রাঘব চড্ডা দু’জনেই হাজির হয়েছিলেন সেখানে। পরিণীতি কালো পোশাকে ও রাঘবকে মেরুন ও কালো পোশাকের কম্বোতে দেখা গিয়েছে। ইতিমধ্যে সেই রিল ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷ তবে এবার কপিল শর্মার শো-তে এসে একটি নতুন কথা ভক্তদের উদ্দেশ্যে রাখলে পরিণীতি।

Jejsjjajaja

তিনি জানিয়েছেন, “আপনাদের খুব শীঘ্রই সুখবর দেবো।” তবে সেই সুখবরটি কি নিয়ে সেই বিষয়ে কিছুই খোলসা করেননি তিনি। তবে গুঞ্জন উঠেছে নতুন সদস্য আগমনের খবর দিতে পারেন অভিনেত্রী। শো-এর মাঝে স্ত্রী পরিণীতির এই কথায় মুখে চোখে লজ্জা ফুটে উঠতে দেখা গিয়েছে রাঘবের।

error: Content is protected !!