হাতকাটা পোশাকে এবার সতীত্ব প্রসঙ্গ! ফের মুখ খুললেন শ্বেতা। বেশ কিছুদিন ধরে তার করা একটি মন্তব্যের জেরে রীতিমতো তোলপাড় সোশ্যাল মিডিয়া। বিভিন্ন অভিনেত্রীরা এই বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন। সম্প্রতি এবার একটি সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলতে দেখা গেল অভিনেত্রীকে।
বলেন, ‘এটা কোনো কথা নাকি আমি কি কোথাও কখনো বলেছি? যে স্লিভলেস পরলেই খারাপ আর আমি পরি না বলে সতী। না, আমি অবশ্যই ভালো মেয়ে। আমি এটা খুব ভালোমতোই জানি। আর যারা পাঁচটা নোংরা কথা বলে, আমি সেই নোংরা কথা গায়েও মাখছি না তাদের ফিরিয়েও দিই না। তবে কখনো এটা প্রমাণ হয় না যে আমি স্লিভলেস পরি না মানে আমি সতী আর যারা পরে তারা খারাপ। তারাও সতী, আমি পরি না আমিও সতী।’
তবে এই ভিডিও দেখার পরও তার বিরুদ্ধেই মন্তব্য করতে দেখা গিয়েছেন নেটিজেনদের। একজন লিখেছেন, ‘কে কী পরবে তার নিজস্ব ব্যাপার, আপনি এই বিষয়ে মন্তব্য কেন করেছেন? ২০২৫ সালে এসেও আপনার মানসিকতা এখনো পিছিয়ে রয়েছে।’ আরো একজনের মতে সে তার নিজের জালে নিজেই জড়িয়েছেন।
এই সমালোচনার সূত্রপাত হয় তার একটি সাক্ষাৎকার ঘিরে। যেখানে তিনি বলেছিলেন, ‘আজ থেকে ১৬ বছর আগে একটা ইভেন্টে আমাকে একজন একটা হাতকাটা ব্লাউজ দিয়ে পরতে বলেছিলেন। আমি যখন বলি আমি হাতকাটা পরতে পারবো না, তখন তিনি আমায় বলেছিলেন তুমি কাজ করবে কী করে? এখানে তো শরীর দেখাতেই হয়।’
‘তাকে আমি উত্তর দিয়েছিলাম শরীর দেখিয়ে কাজ পাবো? ট্যালেন্ট দিয়ে নয়? আমি এখানে শরীর বিক্রি করতে আসিনি, ট্যালেন্ট বিক্রি করতে এসেছি।’ এরপর সেই বিষয়ে মুখ খোলেন স্বস্তিকা। তিনি বলেন, ‘হাতকাটা ব্লাউজ পরা মানে যদি শরীর বেচা হয় তাহলে তো আমার শরীরটাই নেই। আমি মিস ইন্ডিয়া। দেখা যায় না, আমি অদৃশ্য।’