দীর্ঘ ২৮ বছর পর ফিরছে বাবা-মেয়ের জুটি! অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন

দীর্ঘ ২৮ বছর পর ফের বাবা-মেয়েকে একসাথে দেখতে চলেছেন দর্শকেরা! কী অবাক হচ্ছেন তো? ভাবছেন এমন দীর্ঘসময়ের অন্তরাল কেন? আসলে এখানে কথা বলা হচ্ছে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী এবং প্রসেনজিৎ চ্যাটার্জীর সম্পর্কে। দীর্ঘ সময় পর একসাথে কাজ করতে চলেছেন তারা।

অনেকেই জানেন ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘মায়ার বাঁধন’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল এই দু’জনকে। এই সিনেমার মাধ্যমেই মূলত অভিনয় জগতে প্রবেশ করেছিলেন শ্রাবন্তী। তারপর দীর্ঘ সময় পর্যন্ত এই দু’জনকে একসঙ্গে দেখা যায়নি। অবশেষে মেয়ের সাথে পুনরায় তাকে দেখা যাবে ‘দেবী চৌধুরানী’ সিনেমায়।

আরও পড়ুন,
বড়োপর্দা ছেড়ে হঠাৎ ছোটপর্দায় আগমন মধুমিতার! প্রকাশ্যে এলো নতুন ধারাবাহিকের প্রোমো

ইতিমধ্যেই এই সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে উচ্ছ্বাসের শেষ নেই। কারণ, যে কোনো ঐতিহাসিক সিনেমা দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়। যেহেতু এটি ভারতের স্বাধীনতা সংগ্রামকালের কাহিনী দিয়ে নির্মিত তাই সেটি বিশেষ সকলের কাছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ঐতিহাসিক ‘দেবী চৌধুরানী’।

যদিও সিনেমার সমস্ত কাজ অনেকদিন আগেই শেষ হয়েছে। তবে কিছু কারণে সেটি প্রেক্ষাগৃহ পর্যন্ত পৌঁছতে পারেনি। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। কারণ, আগামী ২৬ শে সেপ্টেম্বর মুক্তি পাবে ‘দেবী চৌধুরানী’। দেবীপক্ষে আরেক দেবীর আগমন হবে প্রেক্ষাগৃহে।

সম্প্রতি দু’জনের একটি ছবি পোস্ট করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জী। যেখানে লিখেছেন, ‘মায়ার বাঁধন থেকে দেবী চৌধুরানী। বড় পর্দায় আসছি আমরা আবার একসাথে। দেখা হচ্ছে ২৬ শে সেপ্টেম্বর।’ অন্যদিকে নৈহাটি বড়ো মায়ের আশীর্বাদ নিয়ে এই সিনেমার প্রচার শুরু হয়েছিল। আশা করা যাচ্ছে এই সিনেমা দর্শকদের পছন্দের তালিকা দখল করতে চলেছে।

error: Content is protected !!