জীবনসংগ্রামের কাহিনী তুলে ধরলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী! জানালেন কী কী যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে, তবেই এই জায়গায় আসতে পেরেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এই অভিনেত্রী। নিজের বিভিন্ন মুহূর্তগুলিতে তিনি ভাগ করে নেন সকলের সাথে। তবে জিনিস দেখতে যতটা সহজ মনে হয় ততটা আদতে নয়।
সেই বিষয়টি তুলে ধরেছেন তিনি। একটি ভিডিও পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যার ক্যাপশনে লেখা, ‘যখন মনে হয় তুমি একা নও।’ যেখানে তিনি বলেছেন আজ যে শক্তিশালী মহিলা হিসেবে তাকে সকলে চেনেন সেখানে আসতে অনেক কিছু পার করতে হয়েছে।
আরও পড়ুন,
বাংলার সবথেকে বড়ো শিল্পী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়! মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ কাঞ্চন
‘প্রত্যেক শক্তিশালী মহিলার পেছনে অনেক না ঘুমোনো রাতের গল্প আছে। এমন অনেক লড়াই আছে যেগুলো অন্যরা দেখেনি। সে পৃথিবীর ভার বহন করেছে নিজের কাঁধে। মানুষ ভেবেছে সে শক্তিশালী কারণ এগুলো সহজ। তবে তারা জানে না এমন অনেক সময় গিয়েছে যখন সে নিজেকেই প্রশ্ন করেছে।’
আরও পড়ুন,
শিক্ষক দিবসের দিন শিয়ালদহ-বনগাঁ লোকালে চালু হল নতুন এসি লোকাল, উচ্ছ্বসিত যাত্রীরা
‘যখন তার কাছের মানুষেরাই তাকে ঠকিয়েছে। এমন অনেক সময় গিয়েছে যখন সে কারো সাথে কথা বলতে চেয়েছিল তবে নীরব থাকাই বাঞ্ছনীয় মনে করেছে। সে শক্তিশালী কারণ জীবন তাকে বানিয়েছে। বুঝেছে মেকি বন্ধুরা আসবে এবং যাবে নিজের সাথে শুধুমাত্র নিজেকেই থাকতে হবে।’
‘এই এতো কিছু শুধুমাত্র নিজের মানসিক শান্তির জন্য। সে শিখেছে তার কাছে যা নেই তা সে অন্যকে দিতে পারবে না। তাই সে সিদ্ধান্ত নিয়েছে যে ভালোবাসা সে অন্যকে দিয়েছে তা সে নিজেকে দেবে। শক্তিশালী মহিলারা এমন নরক যন্ত্রণার মধ্যে দিয়েও যে কোনো পরিস্থিতিতে উঠে দাঁড়ায়।’