ধারাবাহিকে প্রত্যাবর্তন নীল ভট্টাচার্য্য ও মধুমিতা সরকারের, তবে কি এবার প্রতিদ্বন্দ্বী একে অপরের? তৃণা সাহার কথায় “আমারই লাভ, সবই ঘরের ব্যাপার”

এবার ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন নীল ভট্টাচার্য্য। নীল ভট্টাচার্য্যের সঙ্গে বিপরীতে অভিনয় করছেন মধুমিতা সরকার। যদিও তৃণা সাহা ইতিমধ্যে একটি ধারাবাহিকে অভিনয় করছেন এবং সেটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। চলতি সপ্তাহে সেই ধারাবাহিক টিআরপি তালিকায় একেবারে প্রথমে স্থান করে নিয়েছে। ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকে অভিনয় করছেন তৃণা সাহা ও ইন্দ্রজিৎ বসু। তাদের নিয়ে দর্শকমহলে ইতিমধ্যে মাতামাতি শুরু হয়েছে।

এরই মাঝে জানা যাচ্ছে, ছোটো পর্দায় ফিরতে চলেছেন নীল ভট্টাচার্য্য। তার বিপরীতে অভিনয় করবেন মধুমিতা সরকার। মাঝে বেশ কিছুদিন মুম্বাইয়ে ছিলেন নীল। এবার কলকাতায় ফিরেছেন তিনি। শেষ ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে অভিনয় করেছেন নীল। দীর্ঘদিন বড় পর্দায় কাজ করার জন্য মধুমিতাকেও ছোটো পর্দার দর্শকেরা মিস করেছেন। অবশেষে অপেক্ষার অবসান। ছোটো পর্দায় ফিরতে চলেছেন মধুমিতা ও নীল।

তবে কি এবার তৃণা সাহার প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যাবে নীলকে? যদিও এই বিষয়ে হালকা চালেই জবাব দিয়েছেন তৃণা। তার কথায়, “মধুমিতা আমার খুব ভাল বন্ধু। লীনাদির প্রযোজনা সংস্থার নতুন কাহিনি। ভাল হবে আমি নিশ্চিত। আর নীল আমার স্বামী। ফলে এখানে প্রতিযোগিতার থেকে উত্তেজনা বেশি। ওর ধারাবাহিক ভাল হলেও তো, আমারই লাভ। সবই ঘরের ব্যাপার।”

জানা যাচ্ছে, লীনা গাঙ্গুলির নতুন ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে অভিনয় করবেন নীল ভট্টাচার্য্য ও মধুমিতা সরকার। এতদিন সিরিজ ও সিনেমা মিলিয়ে বেশ ব্যস্ত ছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। এবার তাই নতুন ধারাবাহিক নিয়ে উত্তেজনা চরমে। তবে এবার টিআরপি তালিকায় মধুমিতা ও নীল নাকি তৃণা ও ইন্দ্র, কাকে এগিয়ে থাকতে দেখা যাবে তা সময়ই বলবে।

error: Content is protected !!