রাজ-ঘরনি এবার অন্য বেশে। তবে কি এবার কোনও নতুন ছবির শ্যুটিং? সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি একটি ছবি পোস্ট করেছেন। আর সেই ছবিতে তার লুক বেশ আগ্রহ জাগিয়ে তুলেছে সকলের মনে। খুব কম সময়ের ব্যবধানে পরপর দু’টি ছবি মুক্তি পেয়েছে শুভশ্রী গাঙ্গুলির। প্রথমটি ‘গৃহপ্রবেশ’ এবং তারপর মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’।
দু’টি ছবিই বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। সবমিলিয়ে এখন শুভশ্রীর সময়টা ভালোই যাচ্ছে। যদিও দর্শকদের মতে দীর্ঘ দশ বছর পর সিনেমার পর্দায় ফিরেছে ‘দেশু’ জুটি। শেষবারের মতন ছবিতে দেখা যাবে দেব ও শুভশ্রীকে একসঙ্গে। এই কারণেই সুপারহিট হয়েছে ‘ধূমকেতু’। তবে এবার ফের কাজে ফিরেছেন শুভশ্রী।
আরও পড়ুন,
‘রঘু ডাকাত’কে টক্কর দিতে ঘোড়ায় চড়ে কলকাতার রাস্তায় প্রচারে নামলেন শ্রাবন্তী, প্রসেনজিৎ! ভাইরাল ভিডিও
জানা যাচ্ছে, পরিচালক অদিতি রায়ের নতুন ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’-এ দেখা যাবে শুভশ্রীকে। এটি তারই একটি ঝলক মাত্র৷ সিরিজটি ‘হইচই’ প্ল্যাটফর্মে স্ট্রিমিং হবে। এই সিরিজে নিজের একটি লুক নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন শুভশ্রী। সেই ছবিতে তাকে দেখা গিয়েছে যুদ্ধং দেহি চেহারায়। তার মুখে রাগের প্রতিক্রিয়া স্পষ্ট। কপালে রয়েছে কাটা দাগ।
এই সিরিজে শুভশ্রীকে একজন সাংবাদিক হিসেবে দেখা যাবে। জানা যাচ্ছে, সিরিজটি হতে চলেছে রাজনৈতিক ঘরানার। সিরিজে অভিনয় করবেন শুভশ্রী গাঙ্গুলি সহ গুরুত্বপূর্ণ চরিত্রে সাহেব চট্টোপাধ্যায়, অরিজিতা মুখোপাধ্যায়, সৌম্য বন্দ্যোপাধ্যায়, অরিত্র দত্ত বণিক প্রমুখ। সব ঠিক থাকলে সিরিজটি পুজোর সময় ‘হইচই’ প্ল্যাটফর্মে স্ট্রিমিং হতে পারে।