তাদের লোভনীয় খাবারে নজর দিতে বারণ করলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ! কাকা আর কাকিমার বাড়িতে জমিয়ে জামাই আদর পেয়েছেন কাঞ্চন। বিভিন্ন পদের রান্না-সহ পুজোর উপহারে ভরিয়ে তুলেছেন মেয়ে- জামাইকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন শ্রীময়ী। সাথে বলেছেন, ‘কেউ নজর দেবেন না প্লিজ।’
আসলে তিনি সোশ্যাল মিডিয়ায় যে কোনো জিনিস পোস্ট করলেই তা সমালোচনার বিষয় হয়ে ওঠে। অনেক সময় তাই কমেন্ট সেকশন বন্ধ করেও রাখেন তিনি। যদিও তাতে থামিয়ে রাখা যায় না নেটিজেনদের। কটাক্ষের তীর ছুটে আসে বারবার। তাই এবার আগেভাগেই বলে দিলেন তাদের খাবারে যেন কেউ নজর না দেন।
সামনেই পুজো, বাঙালির সবচেয়ে বড়ো উৎসব। সেই উপলক্ষ্যে মেয়ে, জামাই বা অন্যান্য আত্মীয়দের বাড়িতে নেমন্তন্ন করে খাওয়ানো হয়। সাথে তুলে দেওয়া হয় পুজোর উপহার। সেরকমটাই হয়েছিল শ্রীময়ী এবং কাঞ্চনের ক্ষেত্রেও। শ্রীময়ীর কাকা ও কাকিমার বাড়িতে উপস্থিত হয়েছিলেন দু’জনে, সেখানে ছিল এলাহী আয়োজন।
তার পোস্ট করা ছবিগুলোতে দেখা যায় খাবার টেবিলে সাজানো রয়েছে বিভিন্ন রকমের পদ। মাছ, মাংস থেকে শুরু করে দই, মিষ্টি কোনোটাই বাদ যায়নি। কখনো দেখা যাচ্ছে কাঞ্চন হাসিমুখে খেতে বসেছেন আবার কখনো সবাই একসঙ্গে ছবি তুলেছেন। যেগুলো শ্রীময়ী পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
ক্যাপশনে লিখেছেন, ‘জামাই আদর পেয়ে জামাই আহ্লাদে আটখানা ❤।
হ্যাঁ জানি! খুব লোভনীয়,তাও বলছি নজর দেবেন না প্লিজ। কাকা আর কাকিমা আদর করে তার মেয়ে ও জামাইকে ভুরিভোজ ও সাথে অনেক পুজোর উপহারে ভরিয়েছে।’