‘দুর্দান্ত জীবনসঙ্গী হতে চাই’, বিচ্ছেদের পর প্রথমবার মুখ খুললেন তমন্না ভাটিয়া!

বিচ্ছেদ হওয়ার দিনকয়েক আগেও কিন্বিজয় বর্মা ও তমন্না ভাটিয়া পরস্পরকে চোখে হারাতেন! সব অনুষ্ঠানেই একে অপরের আঙুলে আঙুল জড়িয়ে উপস্থিত হতেন । তা হলে কি এমন হল এই যুগলের মধ্যে, যে তাঁরা এখন একে অপরের হাতে হাত রাখা তো দূরের কথা, একে অন্যের মুখও দেখতে নারাজ! তবে বিজয় অথবা তমন্না— কেউই কিন্তু বিচ্ছেদ নিয়ে টুঁ শব্দ করেননি। কেউ কাউকে দোষারোপও করেননি। কেবল নিঃশব্দে বিচ্ছিন্ন। তমন্না খুঁজছেন নতুন কিছু!

তমন্না ও বিজয়ের ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, বিয়ে নিয়ে দু’জনের মধ্যে সমস্যা বেধেছিল। তমন্না চেয়েছিলেন বিয়ে করে থিতু হতে। কিন্তু বিজয় নাকি তাতে নারাজ ছিলেন। বিচ্ছেদের পর বিজয়ের নতুন সম্পর্ক নিয়েও জল্পনা হতে দেখা গিয়েছে। তবে বিচ্ছেদযন্ত্রণা কাটিয়ে উঠতে রীতিমতো বেগ পেতে হচ্ছে তমন্নাকে । এমনটাই দাবি তমন্না ও বিজয়ের ঘনিষ্ঠ সূত্রর।

আরও পড়ুন,
এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে মোহিত সুরির ছবি ‘সাইয়ারা’, কোন ওটিটিতে এবং কবে থেকে দেখা যাবে? জানুন

এতকিছুর পর ও ভালবাসার উপর আস্থা হারাননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তিনি কোনও একজন পুরুষের জীবনের দারুণ সঙ্গিনী হতে চান। অভিনেত্রী কথায়, “আমি দুর্দান্ত জীবনসঙ্গী হতে চাই। এই খোঁজেই রয়েছি। আমাকে যাতে উল্টো দিকের মানুষটার মনে হয়, গত জীবনে কত পুণ্য করেছি বলে ওকে পেলাম। জানি না সেই সুখী পুরুষটি কে হবেন, তবে আমি আরও ভাল হওয়ার চেষ্টা করছি।”

তমন্না কি তা হলে পরোক্ষে তাঁর ও বিজয়ের সম্পর্ক ভাঙায় ‘সিলমোহর’ দিলেন? পাশাপাশি নতুন করে প্রেম খুঁজছেন, সে ইঙ্গিতও কি একই সাথে দিয়ে রাখলেন? জবাব রয়েছে ভবিষ্যতের গর্ভে।

error: Content is protected !!