সেরে ওঠা সবসময় রোদ ঝলমলে হয় না, কখনো কখনো তা বৃষ্টিস্নাতও হয়ে থাকে, সম্প্রতি এমনি বার্তা দিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি! সাথে পোস্ট করলেন একগুচ্ছ ছবি। সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় এই অভিনেত্রী। নিত্যদিন বিভিন্ন ছবি পোস্ট করে থাকেন।
ভারতীয় হোক বা ওয়েস্টার্ন সব পোশাকেই তিনি সাবলীল। একদিকে তিনি যেমন শাড়ি পরে অপরূপা হয়ে ওঠেন, তেমনি ওয়েস্টার্ন পরে চঞ্চল কিশোরীর মতোন ধরা দেন। সম্প্রতি সেরকমই ফ্রক পরিহিত অবস্থায় দেখা গিয়েছে তাকে। আর দেখে বোঝার উপায় নেই তার বয়স।
কমবয়সী কিশোরীর মতোন উচ্ছ্বাস দেখা গিয়েছে তার চোখেমুখে। পরনে রয়েছে সাদা রঙের একটি ফ্রক, তাতে নীল রঙের আঁকিবুকি। সবথেকে বেশি নজর কেড়েছে তার ক্যাপশনটি। যেখানে তিনি আরোগ্যের সংজ্ঞা তুলে ধরেছেন।
লিখেছেন, ‘আরোগ্য সবসময় রোদের মতো দেখায় না। কখনও কখনও সেটি বৃষ্টিতে স্থির দাঁড়িয়ে থাকা এবং আপনি নিরাপদ আছেন তা উপলব্ধি করা। উপরে তাকাও। গভীরভাবে নিঃশ্বাস নাও। বৃষ্টি তোমাকে মনে করিয়ে দিক জীবন আবার প্রস্ফুটিত হবে।’
আসলে জীবনে চলার পথে নানান চড়াই-উতরাই থাকে। কখনো সেগুলি গভীর ক্ষত দিয়ে যায়। ফলে সেখান থেকে আরোগ্য লাভ করা অনেক সময় সুখদায়ক হয় না। জীবনটা রোদ ঝলমলে হয় না সকলের ক্ষেত্রে। কখনো সেটি বৃষ্টিস্নাতও হয়ে থাকে। তবে প্রত্যেক বৃষ্টি এটাই মনে করিয়ে দেয় জীবন আরও একবার প্রস্ফুটিত হবে। সেই বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।