ছেলেকে জড়িয়ে ধরে মিষ্টি মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি! এবার হয়তো ভাবতে পারেন তিনি তো এক কন্যা সন্তানের মা, তাহলে পুত্র সন্তান কোথায় পেলেন? আসলে যাকে জড়িয়ে ধরে তিনি ছবি পোস্ট করেছেন তিনি হলেন তার পর্দার ছেলে দেবদত্ত রাহা।
‘বিজয়া’ সিনেমায় মা-ছেলের চরিত্রে অভিনয় করেছেন এই দু’জন। সেখান থেকেই তাদের মধ্যে বেশ ভালো সম্পর্ক তৈরি হয়েছে। তাইতো মাঝেমধ্যেই একে অপরের সাথে সময় কাটাতে দেখা যায় তাদের। সেরকমই কয়েকটি মিষ্টি মুহূর্তের ছবি পোস্ট করেছেন স্বস্তিকা। যেখানে দেখা যাচ্ছে কখনো হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন।
আরও পড়ুন,
“যখন সব ঠিক হচ্ছে, আগের মতো স্বাভাবিক হচ্ছে, তখনই জানতে পারছেন…”, কী জানার কথা বললেন ইলিয়ানা?
আবার কখনো একে অপরকে জড়িয়ে ধরেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমার সোনা ছেলেটা। আমার প্রিয় ছেলে চিরকালের জন্য।’ পোস্ট করতেই নিমেষে ভাইরাল সেই ছবিগুলি। বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। উল্লেখযোগ্য, দেবদত্তকে ‘বিজয়া’ ছাড়াও দেখা গিয়েছে ‘তালমার রোমিও জুলিয়েট’, ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিনেমায়।
আরও পড়ুন,
দুর্গাপুর ও বর্ধমানে রক্তবীজের প্রচারে যেতে পারবেন না অঙ্কুশ! কারণ জানালেন এই ভিডিওতে
এখানেই শেষ নয় তিনি রাজ চক্রবর্তীর নতুন প্রোজেক্টেও কাজ করতে চলেছেন। সম্প্রতি সেই বিষয়ক একটি পোস্ট শেয়ার করে লিখেছিলেন তাকে বেছে নেওয়ার জন্য তিনি রাজ চক্রবর্তীর কাছে কৃতজ্ঞ। আসলে রাজের ‘হোক কলরব’ সিনেমায় দেখা যাবে তাকে। ইতিমধ্যেই তার কাজ শুরু হয়েছে জোরকদমে।
অন্যদিকে স্বস্তিকাও ব্যস্ত রয়েছেন তার কাজ নিয়ে। তাকে হয়তো অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর সাথে দেখা যেতে পারে কোনো প্রোজেক্টে। কারণ, সম্প্রতি তার সাথে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন ‘ক্রাশ বাবু’। সাথে এও ইঙ্গিত দেন কোনো বিশেষ কারণেই তাদের দেখা হয়েছে অর্থাৎ নতুন প্রোজেক্ট আসছে।