রবিবার দিল্লি বিমানবন্দর থেকে গুয়াহাটি বিমানবন্দরে পৌঁছেছে গায়ক জুবিন গর্গের নিথর দেহ। বিমানবন্দরে রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে হাজির ছিলেন জুবিন গর্গের স্ত্রী গরিমা। গুয়াহাটি বিমানবন্দর থেকে গায়কের দেহ যখন তার বাসভবনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে সেইসময় রাস্তায় রাস্তায় মানুষের ঢল স্পষ্ট করে দেয় মানুষ তাদের চিরতরে হারিয়ে ফেলা গায়ককে ভালোবাসতেন প্রাণের অন্তিম স্থল থেকে।
সোমবার সরুসজাই স্টেডিয়ামে এমনই চিত্র দেখা গিয়েছে। হাজার হাজার অনুরাগী ভীড় জমিয়েছিলেন সেখানে। এদিন মঙ্গলবার পরিবার, কাছের মানুষ সহ অনুরাগীদের সঙ্গে নিয়েই শেষ হয় জুবিনের অন্তেষ্টিক্রিয়া। তবে শুধু তারাই নয়, এর পাশাপাশি আরও কাছের চারটি প্রাণ জুবিনের শেষ সময়ে তার পাশেই ছিল। তারা হল জুবিনের প্রিয় চারটি পোষ্য সারমেয়।
মনিবকে শেষবারের মতন দেখার জন্য তাদেরকে নিয়ে আসা হয় অন্তেষ্টিক্রিয়ার জায়গায়। গরিমাকে দেখা যায় দু’টি সারমেয়কে নিয়ে এসেছেন তিনি দুই দিকে হাতে করে। অপর দু’টিকে পরিবারের ঘনিষ্ঠরা নিয়ে আসেন। তাদের শেষ দেখা করানো হয় মনিবের সামনে। জুবিনের নিথর দেহর সামনে তাদেরকে নিয়ে যাওয়া হয়।
সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। গত শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় জুবিন গর্গের। তার আকস্মিক মৃত্যু যা সকলকে অবাক করে দেয়। এরপর তার দেহ রবিবার অসমে পৌঁছালে অসমের মুখ্যমন্ত্রী গায়কের দেহ ময়না তদন্তের অনুরোধ করেন। ময়না তদন্তের রিপোর্টে বলা হয় জলে ডুবে মৃত্যু হয়েছে সেই রিপোর্ট নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। ফের মঙ্গলবার ময়না তদন্তের পর অন্তেষ্টিক্রিয়া শেষ হয়।