সুখের চরম সীমায় মধুমিতা, নেপথ্যে প্রেমিক দেবমাল্য চক্রবর্তী!

আজকাল পা মাটিতে পড়ছে না মধুমিতার, কারণ সুখের চরম সীমায় রয়েছেন তিনি। আর তার নেপথ্যে রয়েছেন প্রেমিক দেবমাল্য চক্রবর্তী। এমনটাই জানালেন অভিনেত্রী। অনেকেই জানেন বেশ কিছু সময় ধরে একসঙ্গে রয়েছেন এই জুটি। তার ধূসর জীবনে নতুন করে রং ছড়িয়েছেন দেবমাল্য।

তারই কয়েক ঝলক সম্প্রতি তুলে ধরেছেন মধুমিতা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে তার পরনে রয়েছে লাল রঙের শাড়ি। খোলা চুলে ভীষণই সুন্দর লাগছিল তাকে দেখতে। আর হাতে ধরে রয়েছেন প্রেমিকের দেওয়া একটি গোলাপ। কখনো সেটি সামনে তুলে ধরেছেন।

আবার কখনো স্নিগ্ধ গন্ধ নিচ্ছেন। ক্যাপশনে প্রেমিকের নাম লিখে একটি আদুরে ইমোজিও যোগ করেছেন। আর নেপথ্যে বেজে চলেছে লতা মঙ্গেশকরের সেই বিখ্যাত গান যার অর্থ ‘আজকাল মাটিতে আমার পা পড়ছেনা।’ ছবিগুলো পোস্ট করতেই তার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

সাথে দু’জনের জন্য অনেক শুভকামনা জানিয়েছেন প্রত্যেকে। উল্লেখযোগ্য, প্রথমবার বিবাহবিচ্ছেদের পর দীর্ঘদিন একাই ছিলেন অভিনেত্রী। তবে দ্বিতীয়বার তার জীবনে বসন্ত নিয়ে এসেছে আইটি কর্মী দেবমাল্য, যিনি ভালো ক্রিকেটও খেলেন। একসঙ্গে সুখেই দিন কাটাচ্ছেন তারা।

অন্যদিকে দীর্ঘদিন পর পুনরায় টেলিভিশনের পর্দায় ফিরে এসেছেন মধুমিতা। বর্তমানে তিনি অভিনয় করছেন স্টার জলসার ‘ভোলেবাবা পার করে গা’ ধারাবাহিকে। যেখানে ঝিল নামক একটি চরিত্রতে অভিনয় করছেন তিনি। তবে এর পাশাপাশি টলিউডেও কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন জোরকদমে।

error: Content is protected !!